ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পোল্ট্রি শিল্পকে ২০২১ সাল পর্যন্ত করমুক্ত দাবি

প্রকাশিত: ০৩:৫১, ৬ মার্চ ২০১৬

পোল্ট্রি শিল্পকে ২০২১ সাল পর্যন্ত  করমুক্ত দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী ঘোষিত সবার জন্য পুষ্টি নিশ্চিত করার অঙ্গীকার বাস্তবায়ন করতে হলে ডিম ও মুরগির মাংসের উৎপাদন অন্তত দ্বিগুণ করতে হবে, একই সাথে বাড়াতে হবে বিনিয়োগ। তবে কাক্সিক্ষত এ লক্ষ্যমাত্রা অর্জনের স্বার্থে পোল্ট্রি শিল্পকে ২০২১ সাল পর্যন্ত কর অব্যাহতি প্রাপ্ত খাত হিসেবে ঘোষণা করতে হবে। ঢাকা ও কুমিল্লার খামারি ও উদ্যোক্তারা এ দাবি জানান। শনিবার কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহযোগিতায় বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটি (বিপিআইসিসি)এ সমাবেশের আয়োজন করে। কুমিল্লা জিলা স্কুলের ‘শহীদ আবু জাহিদ অডিটরিয়ামে’ আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল বলেন- খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য পুষ্টি নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সরকার ঘোষিত কাক্সিক্ষত উন্নয়ন অর্জন করতে হলে বাংলার ঘরে ঘরে স্বাস্থ্যবান মা ও শিশু এবং মেধাবী জাতি গঠন করতে হবে। সেজন্য ডিম, দুধ, মাছ ও মাংস সবার জন্য সহজলভ্য করতে হবে। স্বল্পমূল্যে সাধারণ মানুষ যাতে তা ক্রয় করতে পারে তা নিশ্চিত করতে হবে। স্বনির্ভর বাংলাদেশ গঠনের এ স্বপ্ন পূরণে সরকারের পাশাপাশি বেসরকারী শিল্পোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানান কল্লোল।
×