ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৪৫, ৬ মার্চ ২০১৬

টুকরো খবর

বিদ্যুতে আলোকিত পাঁচ গ্রাম নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৫ মার্চ ॥ কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের পাঁচ গ্রাম আলোকিত হলো বিদ্যুতের আলোয়। শুক্রবার রাতে বিদ্যুত লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান এমপি। আলোকিত গ্রামগুলো হচ্ছে লেমুপাড়া, রিফিউজিপাড়া, আমতলীপাড়া ও তুলাতলীপাড়া। তুলাতলী স্কুল মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠানে শত শত গ্রাহক জড়ো হয়। জাটকা সংরক্ষণে নৌ-র‌্যালি স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে জাটকা ইলিশ সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনতার লক্ষ্যে শনিবার মোরেলগঞ্জের পানগুছি নদীতে বর্ণাঢ্য নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শেষে উপজেলা পরিষদ মাঠে জেলেদের নিয়ে সমাবেশ হয়। এতে প্রতিপাদ্য ছিল ‘জাটকা মাছ বাড়তে দিন, ফিরবে মোদের সোনালী দিন’। মাদকবিরোধী সভা নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৫ মার্চ ॥ সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় শুক্রবার রাতে মাদকবিরোধী আলোচনা সভা ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) ফোরকান শিকদার। অপহৃত শিশু উদ্ধার নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ৫ মার্চ ॥ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী গ্রাম থেকে অপহরণের তিনদিন পর শিশু ওয়াসিম শেখকে (৭) সাভার থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে দৌলতপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে। অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ সোহেল রানা নামের এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সোহেল ওই এলাকার দুদু মিয়ার ছেলে। জেএসএস নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ৫ মার্চ ॥ রুমা উপজেলা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)র সাংগঠনিক সম্পাদক ফ্রান্সিস ত্রিপুরাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জেলার রুমা উপজেলার বাজার থেকে তাকে যৌথবাহিনী আটক করলেও পরে হত্যা প্রচেষ্টার মামলায় রাত সাড়ে দশটার দিকে তাকে গ্রেফতার দেখানো হয়। অপহরণকারী আটক নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৫ মার্চ ॥ মাগুরা শহরতলীর বাটিকাডাঙ্গা কলুপাড়ার মোড় থেকে শুক্রবার রাতে পলাশ বালা নামে এক যুবককে ইজিবাইকে করে অপহরণের সময় জনতা খালিদ হাসান (২২) নামে এক অপহরণকারীকে আটক করে সদর থানায় সোপর্দ করেছে। খালিদের বাড়ি মাগুরা সদর উপজেলার আঠারখাদা গ্রামে। তার পিতার নাম রেজাউল হক। শনিবার সদর থানায় মামলা হলে দুপুরে পুলিশ আসামি খালিদ হাসানকে কোর্টে চালান দেয়। দুই পরীক্ষার্থীর দ- নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৫ মার্চ ॥ কুমিল্লায় পরীক্ষা চলাকালে কর্তব্যরত শিক্ষককে লাঞ্ছিত করার দায়ে ফজলে রাব্বী ও রাশেদ খান নামে ২ পরীক্ষার্থীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে কারাদ- দেয়া হয়েছে। শনিবার নগরীর কুমিল্লা সরকারী কলেজে বিএড পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।জানা যায়, শনিবার কুমিল্লা সরকারী কলেজে বিএড পরীক্ষা চলাকালে সকাল ১০টার দিকে একটি হলের কয়েক পরীক্ষার্থী তাদের নিজ নিজ আসনের পরিবর্তে অন্য আসনে বসে। এ সময় ওই হলের কর্তব্যরত ও কুমিল্লা সরকারী কলেজের জীববিদ্যা বিভাগের শিক্ষক সোহেল রানা তাদের শৃঙ্খলা ভঙ্গ না করে নিজ নিজ আসনে বসে পরীক্ষা দেয়ার জন্য বলেন। এতে পরীক্ষার্থী রাশেদ খান ও ফজলে রাব্বীসহ কয়েকজন পরীক্ষার্থী ওই শিক্ষকের ওপর চড়াও হয় এবং একপর্যায়ে তাকে কিল-ঘুষিসহ লাঞ্ছিত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক মাসেও সন্ধান মেলেনি নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৫ মার্চ ॥ নিখোঁজের এক মাস পরও শ্রীবরদীর কৃষক আবু শামার (৪০) সন্ধান না পেয়ে ভেঙ্গে পড়েছে তার পরিবারের লোকজন। ২৭ জানুয়ারি বিকেলে শ্রীবরদী উপজেলার কাজীরচর গ্রামের মৃত আজিমদ্দিনের দ্বিতীয় ছেলে আবু শামা নিখোঁজ হয়। এরপর থেকে বহু খোঁজাখুঁজিসহ থানায় সাধারণ ডায়েরি হলেও এখনও সন্ধান মেলেনি তার। শেষ হলো শিশু-কিশোর প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ৫ মার্চ ॥ মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার এবং শিশুহত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানিয়ে শুক্রবার রাতে ভৈরবে চার দিনব্যাপী খেলাঘর জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপমহাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী কমরেড বিমান বসু। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। শিব চতুর্দশী মেলা নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, ৫ মার্চ ॥ সীতাকু-ের পাহাড় চূড়ায় অবস্থিত প্রাচীন তীর্থপীঠ চন্দ্রনাথ ও বীরুপাক্ষ মন্দিরকে কেন্দ্র করে ৬ মার্চ শুরু হবে শিব চতুর্দশী মেলা। পুণ্যার্থীদের চতুর্র্দশী মেলার তিথি শুরু হবে ৭ মার্চ ১২টা ২ মিনিট ৩২ সেকেন্ড ও শেষ হবে ৮ মার্চ ১০টা ২৪ মিনিট ৩৩ সেকেন্ড। মাসব্যাপী হলেও ২২ মার্চ থেকে ২৪ মার্চ দোল পূর্ণিমা মেলা দিয়ে শেষ হয়। মেলা উপলক্ষে ঢাকা-চট্টগ্রামের আন্তঃনগর সকল ট্রেন সীতাকু- স্টেশনে ২ মিনিট যাত্রা বিরতির ব্যবস্থা করা হয়েছে। চেক বিতরণ স্টাফ রিপোর্টার, ঈশ^রদী ॥ শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় মহিলা শ্রমিকের কাজের মজুরির অতিরিক্ত সঞ্চিত টাকার চেক বিতরণ করা হয়। এসব বিতরণ করেন প্রধান অতিথি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। নির্বাহী অফিসার শাকিল মাহমুদের সভাপতিত্বে এ সময় মখলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী রুমেল হায়দার, মাহজেবিন শিরীন পিয়া ও উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোক্তার হোসেন মুক্তা বক্তব্য দেন।
×