ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার নবম শ্রেণী ছাত্রী

বরিশালে লম্পটের লালসার শিকার ১১ নারী

প্রকাশিত: ০৩:৪৪, ৬ মার্চ ২০১৬

বরিশালে লম্পটের লালসার শিকার ১১ নারী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কৌশলে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার কয়েকদিন পর অমানুষিক নির্যাতন করে তাড়িয়ে দেয়া লম্পট মামুন খান। ১১ বিয়ের পর এবার নবম শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় ৪ মার্চ আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। নারীলোভী মামুন খান বরিশাল বাস মালিক সমিতির সদস্য ও লোকাল বাস মক্কা পরিবহনের মালিক। লম্পট মামুনের স্বজনসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, গৌরনদী পৌর এলাকার কাসেমাবাদ (বর্তমান দক্ষিণ বিজয়পুর) মহল্লার বাসিন্দা সৌদি প্রবাসী জালাল খানের পুত্র মামুন খান। দশ বছর পূর্বে সৌদি আরবে থাকাকালে কৌশলে সেখানে বসবাসরত দুই মিসরীয় মেয়েকে বিয়ে করে মামুন। উভয় ঘরে তার দুটি সন্তান রয়েছে। দুটি বিয়ের কথা উভয় স্ত্রী জানার পর প্রাণভয়ে মামুন সৌদি আরব থেকে পালিয়ে আসে। দেশে ফিরেই কৌশলে লম্পট মামুন গৌরনদীর লেবুতলী গ্রামের মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খন্দকারের কন্যা সোহাগী আক্তারকে বিয়ে করেন। কয়েকদিন যেতে না যেতেই সোহাগীকে অমানুষিক নির্যাতন করে তাড়িয়ে দেয়া হয়। পরবর্তীতে কাসেমাবাদ গ্রামের আব্দুল খালেকের কন্যা মরিয়মকে বিয়ে করে মামুন। মরিয়মের গর্ভে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর পরই নির্যাতনের এক পর্যায়ে তাকে তাড়িয়ে দেয়া হয়। পরবর্তীতে নগরীর বিএম কলেজের সামনের একটি বিউটি পার্লারের নারী কর্মী লাবনী আক্তারকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে মামুন। কয়েকদিন পর এক লাখ টাকার বিনিময়ে লাবনীকে তাড়িয়ে দেয়া হয়। পরে উজিরপুরের হাবিবপুর গ্রামের মনি আক্তার নামের এক যুবতীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে নারীলোভী মামুন খান। ওই সংসারে তার একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। পরবর্তীতে মনি আক্তারকে তাড়িয়ে দিতে অমানুষিক নির্যাতন করায় আদালতে মামলা দায়ের করেন গৃহবধূ মনি। ওই মামলায় পুলিশ মামুন ও তার মা নাছিমা বেগমকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন (মামলাটি এখনও চলমান)। দীর্ঘদিন কারাভোগের পর জামিনে বেরিয়ে নারীলোভী মামুন বিমানবন্দর থানা এলাকার দুই স্কুল ছাত্রীকে এক মাসের ব্যবধানে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে। একই এলাকার দুই মেয়েকে বিয়ের তথ্য ফাঁস হওয়ায় উভয় স্ত্রী থানা পুলিশের আশ্রয় নেয়। পুলিশ মামুনকে আটক করার পর জেলা বাস মালিক সমিতির সভাপতির মধ্যস্থতায় ৫ লাখ টাকার বিনিময়ে উভয় বিয়ে নিষ্পতি করা হয়। পরবর্তীতে মামুন নিজেকে হিন্দু ধর্মের লোক পরিচয় দিয়ে আগৈলঝাড়ার ঘোড়ারপার গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী হিন্দু সম্প্রদায়ের রতনা ম-লকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর বাধ্য হয়ে রতনা ম-লকে তার পরিবারের কাছে ফেরত দেয় মামুন। ওই সময় আগৈলঝাড়ার প্রভাবশালী একটি মহলকে মোটা অঙ্কের টাকা দিয়ে মামলা থেকে রেহাই পায় নারীলোভী মামুন খান। এভাবেই দেশের বিভিন্নস্থানের স্কুল-কলেজ পড়ুয়া ১১ মেয়েকে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের পর কয়েকদিন ভোগ করে নির্যাতন করে তাড়িয়ে দেয়াই হচ্ছে মামুনের নেশা। সর্বশেষ নারীলোভী মামুনের লালসার শিকার হয়েছে ছাত্রী ববিতা আক্তার (১৪)। লালমনিরহাটে কৃষিতে টেকসই প্রযুক্তি নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৪ মার্চ ॥ কৃষিখাতে কৃষক টেকসই ও লাগসই প্রযুক্তি ব্যবহার করে পাল্টে দিয়েছে লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতি। কৃষিনির্ভর গ্রামীণ অর্থনীতি দিনে দিনে সমৃদ্ধ হয়ে উঠছে। মৌসুমি কাজের সঙ্কট নেই। মঙ্গা নিয়েছে বিদায়। শীত মৌসুমে গ্রাম ও চরাঞ্চলে কৃষিজীবী মজুরের হাতে ছিল না কোন কাজ। কর্মহীন জীবনে অর্থাভাব চেপে বসেছিল। চর ও গ্রামের মানুষ কাজের সন্ধানে বানের পানির মতো শহরে ছুটে এসেছে। উত্তরের জেলাগুলোতে খাদ্য নিরাপত্তা এখন প্রায় নিশ্চিত। অন্তত রাতে না খেয়ে কেউ ঘুমায় না। এখন গ্রামের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। দারিদ্র্যতা হ্রাস পেয়েছে ৪৫ শতাংশ। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে গ্রামে আশি শতাংশ মানুষের বসবাস। এক সময় এই আশি শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করেছে। বেঁচে থাকার তাগিদে চেয়ারম্যান, মেম্বার ও বিত্তশালীদের দ্বারে দ্বারে সহায়তার জন্য ছুটতে হয়েছে। কেউ কেউ মহাজনের কাছে দাদন নিয়ে আপদকালীন সময় পার করেছে। বাধ্য হয়ে কমমূল্যে আগাম শ্রম বিক্রি করতে বাধ্য হয়েছে। বর্তমান সরকারের অর্থনৈতিক কর্মকা- গ্রামীণ অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে। গ্রামে এখন বৈদ্যুতিক বাতি জ্বলে। সোলার বাতি জ্বলে। হারিকেন, কুপি বাতি হারিয়ে গেছে। উত্তরের জেলা লালমনিরহাটে অর্থনৈতিক চিত্র পাল্টে দেয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে তিস্তা সেতু। তিস্তা নদীর ওপর সেতু না থাকায় লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার মানুষ উত্তরাঞ্চলের উন্নয়নে সমান তালে চলতে পারেনি। অর্থনৈতিক কর্মকা-ে বারবার ছন্দপতন ঘটেছে। এই সেতুর কারণে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সাধারণ মানুষ, ব্যবসায়ী ও কৃষকের ভাগ্য খুলে গেছে। কৃষিজ অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে তিস্তা সেতু প্রাণকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। কুড়িগ্রামের সোনাহাট শুল্ক স্টেশন ও লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে অর্থনৈতিক কর্মকা- বেড়ে গেছে। কৃষক তার উৎপাদিত পণ্য খুব সহজে দেশের নানা প্রান্তরে নিয়ে ন্যায্যমূল্যে বাজারজাত করতে পারে। লালমনিরহাটের সমতল ভূমিতে এখন চা চাষ হচ্ছে। তিস্তার চরাঞ্চলে নীল চাষ হচ্ছে। জেলার এক শিক্ষকদম্পতি কমলার বাগান করে সাফল্য পেয়েছে। প্রতিটি গ্রামে বিত্তশালী ও মধ্যবিত্ত পরিবার আম, বাওকুল, আপেলকুল, লিচু, কাঁঠাল, লটকনসহ নানা দেশী ফলের চাষ করছে। ফলচাষ এখন লাভজনক হয়ে উঠেছে। এতে একদিকে দেশের পুষ্টি ও ভিটামিনের ঘাটতি কমছে। অন্যদিকে বাগানগুলোতে সারা বছর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শ্রমজীবি নারী-পুরুষের কর্মসংস্থান হয়েছে। উত্তরের কৃষক একযুগ আগেও চাষাবাদের জন্য প্রকৃতি ও বৃষ্টির ওপর নির্ভরশীল ছিল। এখন তারা প্রযুক্তি ব্যবহার করতে শিখেছে। উচ্চ ফলনশীল ধানের বীজ ও চাষে সাফল্য এনেছে। উত্তরের অর্র্থনীতি এখন টেকসই অর্থনীতি। শক্তিশালী ভিতের ওপর দাঁড়িয়ে। ভৈরবে ৪০ দিন পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ৫ মার্চ ॥ ভৈরবে সৎ মায়ের বিরুদ্ধে বালিশ চাপায় সাড়ে তিন বছরের শিশু হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। দাফনের ৪০দিন পর কবর থেকে শিশু আলভীর মরদেহ শনিবার দুপুরে কবর থেকে উত্তোলন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট পিন্টু বেপারীর উপস্থিতিতে উপজেলার শিমুলকান্দি গ্রামের কান্দিপাড়ার কবর থেকে শিশুটির লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। জানা গেছে, শিমুলকান্দি গ্রামের কান্দিপাড়ার ট্রাক চালক আল আমিন ও বিউটি বেগম দম্পত্তির সন্তান শিশুপুত্র আলভী। দু’বছর আগে একই গ্রামের কল্পনা বেগমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আল আমিনের। পরে দ্বিতীয় বিয়ে করে আল আমিন। এতে প্রথম স্ত্রী বিউটি বেগমের সাথে তার বিচ্ছেদ ঘটে। কিন্তু সতীনের ছেলে আলভীকে লালন পালনে অস্বীকৃতি জানায় কল্পনা। তাদের পরিবারে কলহের সৃষ্টি হয়। এক সময় কল্পনা আলভীকে মেনে নেয়। আলভীর মুখে সবে মাত্র বাবা-মা ডাক ফুটেছে। ২১ জানুয়ারি দুপুরে ঘুমন্ত অবস্থায় আলভীর রহস্যজনক মৃত্যু হয়। নিহত আলভীর বাবা আল আমিন জানান,ঘটনার দিন কল্পনার সাথে আমার তর্ক হয়। পরে আমি গাড়ি নিয়ে ঢাকায় চলে গেলে মুঠোফোনে আলভীর মৃত্যুর খবর পাই। বাড়ি এসে দেখি আলভীর বাম গালে, কানের নিচে রক্ত, ঠোঁট এবং নাক ফুলে রয়েছে। এতে সন্দেহ হয় আমার। কিন্তু গ্রাম্য মাতবরদের চাপের মুখে লাশ দাফন করতে হয়। দু’দিন পর আলভীকে মেরে ফেলার কথা আমার বন্ধুর মোবাইলে অকপটে স্বীকার করে কল্পনা। কল্পনাকে প্রধান আসামি করে চার জনের বিরুদ্ধে ২ ফেব্রুয়ারী কিশোরগঞ্জ আদালতে মামলা দায়ের হয়। পরে ৫ ফেব্রুয়ারি থানায় মামলা করা হয়। ঘটনার পর থেকে কল্পনাসহ তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে। পোল্ট্রি খামারি সমাবেশ নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৫ মার্চ ॥ কুমিল্লায় পোল্ট্রি খামারিদের সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ অডিটরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ্ আবিদ হোসেন, সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, বিপিআইসিসি’র আহ্বায়ক মসিউর রহমান প্রমুখ। ভেটেরিনারি বিভাগের যুগপূর্তি রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এ্যানিমেল হাজবেন্ড্রি ও ভেটেরিনারি সায়েন্স বিভাগের এক যুগপূর্তি উদ্যাপন শনিবার থেকে শুরু হয়েছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কৃষি অনুষদের অধিকর্তা প্রফেসর সাহানা কায়েস। ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ২০ ॥ ১৫ বাড়িতে লুট স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এসময় উভয় পক্ষের বাড়িঘর ভাংচুর করা হয়। শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার নাটাই ইউনিয়নের বছির উদ্দিনের বাড়ি ও মাস্টার মিয়ার বাড়ির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাতে মাস্টার বাড়ির সাবেক ইউপি মেম্বার হুমায়ুকে বছির উদ্দিনের বাড়ির লোকজন মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে মাস্টার বাড়ির লোকজন বছির উদ্দিনের বাড়িতে হামলা করে। এসময় বছির উদ্দিনের বাড়ি ও মাস্টার বাড়ির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এসময় উভয় পক্ষের প্রায় ১৫ টি বসতঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ৬ জনকে দেশী অস্ত্রসহ আটক করেছে। নওগাঁয় সেপটিক ট্যাঙ্কে আরও গ্রেনেড উদ্ধার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৫ মার্চ ॥ শনিবার সকালে নওগাঁ হাসপাতাল চত্বরের আরেকটি সেপটিক ট্যাঙ্ক থেকে আরও দুটি হ্যান্ড গ্রেনেড ও ৪৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে গত দু’দিনে হাসপাতালের সেপটিক ট্যাঙ্ক থেকে মোট ৯টি হ্যান্ড গ্রেনেড ও ৯১ রাউন্ড গুলি উদ্ধার করল পুলিশ। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাকিরুল ইসলাম জানান, হাসপাতালের পুরনো সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় এগুলো দেখতে পেয়ে তারা থানায় খবর দেয়।
×