ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাঙ্গাবালীতে ইউপি নির্বাচন দাবিতে বিক্ষোভ অব্যাহত

প্রকাশিত: ০৩:৪২, ৬ মার্চ ২০১৬

রাঙ্গাবালীতে ইউপি নির্বাচন দাবিতে  বিক্ষোভ অব্যাহত

স্টাফ রিপোর্টার, গলাচিপা থেকে ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ কর্মসূচী অব্যাহত রয়েছে। এ দাবিতে গত ১২ দিন ধরে বিক্ষুব্ধ জনগণ বিক্ষোভ সমাবেশ, ইউপি কার্যালয়ে তালা, মানববন্ধন, অবস্থান ধর্মঘটসহ একের পর এক কর্মসূচী পালন করছে। এলাকাবাসীর অভিযোগ, উচ্চ আদালতে একের পর এক মামলা দিয়ে গত প্রায় ১৪ বছর ধরে বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন ঝুলিয়ে রাখা হয়েছে। ভোটাররা তাদের অধিকার প্রয়োগ করতে পারছেন না। সর্বশেষ শনিবার দুপুরে নির্বাচনের দাবিতে বিক্ষুব্ধ জনগণ বিভিন্ন গ্রাম থেকে মিছিল নিয়ে বড়বাইশদিয়ার ফেলাবুনিয়া বাজারে সমাবেশ কর্মসূচী পালন করে। সমাবেশে বক্তৃতা করেনÑ কবির হোসেন পাহলান, কামরুজ্জামান হিরণ, খলিলুর রহমান ফরাজী, রিপন হাওলাদার, কাকন মুফতি প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, বড়বাইশদিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান আবু হাসানাত আবদুল্লাহ তার নিজস্ব লোক দিয়ে একের পর এক মামলা করিয়ে নির্বাচন ঠেকিয়ে রেখে ক্ষমতা ভোগ করছেন। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্যথায় শীঘ্রই লাগাতার কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
×