ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাগরে ফের ট্রলারে ডাকাতি ॥ ২৫ জেলেকে অপহরণ

প্রকাশিত: ০৩:৪১, ৬ মার্চ ২০১৬

সাগরে ফের ট্রলারে  ডাকাতি ॥ ২৫ জেলেকে অপহরণ

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ৫ মার্চ ॥ পাথরঘাটা থেকে এক শ’ কিলোমিটার পূর্ব দক্ষিণে বঙ্গোপসাগরে সোনারচরের কাছে সুন্দরবনের দস্যুরা আবারও মাছ ধরার ২৫টি ট্রলারে ডাকাতি করেছে। এ সময় প্রত্যেক ট্রলার থেকে জেলেদের ২৫ মাঝিকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে। মাঝিপ্রতি মুক্তিপণের জন্য ৩ লাখ টাকা করে দাবি করেছেন জলদস্যুরা। তবে তারা কোন্ বাহিনীর সদস্য তা বলতে পারছে না জেলেরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ডাকাতির ঘটনা নিশ্চিত করেছেন। ডাকাতির কবল থেকে ফিরে আসা জেলে আজগর, বেল্লাল, হারুন, ছগির, হাবিবসহ অনেকে জানান, শুক্রবার রাতে তারা সাগরে জাল ফেলে অপেক্ষ করছিল। এ সময় ২৫-৩০ জনের একটি জলদস্যু দল এসে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারগুলোতে গণডাকাতি করে। এ সময় জেলেদের ব্যাপক মারধর করা হয়েছে। জেলেরা দাবি করেন তাদের ২৫টি ট্রলার থেকে ৩০ লক্ষাধিক টাকার ট্রলারের যন্ত্রাংশসহ মাছ ও রসদ সামগ্রী নিয়ে গেছে।
×