ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চবি অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী

আলো ছড়াতে তরুণদের প্রতি মেয়র আনিসুল হকের আহ্বান

প্রকাশিত: ০৩:৪০, ৬ মার্চ ২০১৬

আলো ছড়াতে তরুণদের  প্রতি মেয়র আনিসুল  হকের আহ্বান

চবি সংবাদদাতা ॥ ‘আমরা এখন জীবনে অনেক বেশি উত্তাপ ছড়াই, আলো ছড়াই না। আলো ছড়াও, আলোর জন্য প্রস্তত হও।’ শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসবে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। এতে আরও বক্তব্য রাখেন, ইউজিসি প্রফেসর ড. মঈনুল ইসলাম, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সেকান্দর খান, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. আব্দুল মান্নান, প্রফেসর ড. নিতাই চন্দ্র নাগ, প্রফেসর ড. জ্যোতি প্রকাশ দত্ত, প্রফেসর ড. আবুল কালাম আজাদ, প্রফেসর ড. আবুল হোসাইন, চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ। এতে সুবর্ণজয়ন্তী বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর রেহমান সোবহান। তরুণদের উদ্দেশে আনিসুল হক বলেন, ‘ জীবনে যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয় বোধ হয় ওটাই বুঝি বেস্ট প্রফেশন সেটার পেছনে ছুটো না। সেটার জন্য ছুটো যেটাকে তুমি নিজের জন্য বেস্ট মনে করছ। যেটা তোমাকে সবচেয়ে সুখী করবে সেটার পেছনে ছুটো।’ ইউজিসি প্রফেসর মঈনুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘আমরা যারা অর্থনীতি পড়ি তারা অনেক কিছুই বুঝতে পারি। তাই বাংলাদেশের শ্রমজীবী মানুষের কথা যেন বলতে পারি সেটাই আমি সারাজীবন করে এসেছি।’ সুবর্ণজয়ন্তী বক্তার বক্তব্যে প্রফেসর রেহমান সোবহান বলেন, ‘বাংলাদেশে সম্প্রতি অনেক উন্নয়ন হয়েছে। আমরা একটি স্থীতিশীল অর্থনীতি অর্জন করেছি, মানবসম্পদ উন্নয়নে অগ্রসর হয়েছি, আমরা দারিদ্র্যের হারকে নামিয়ে এনেছি। কিন্তু এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে।’ অনুষ্ঠানে শুরুতে বেলা সাড়ে নয়টায় বিভাগের প্রাক্তন বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে নিয়ে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে চবি শহীদ আব্দুর রব হল মাঠে নির্মিত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন।
×