ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রায়পুরে যৌতুকের জন্য স্ত্রী ও শাশুড়িকে নির্যাতন

প্রকাশিত: ০৩:৩৯, ৬ মার্চ ২০১৬

রায়পুরে যৌতুকের জন্য স্ত্রী ও শাশুড়িকে নির্যাতন

সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ৫ মার্চ ॥ যৌতুকের ৫০ হাজার টাকার জন্য স্ত্রী শারমিন আক্তার (২০) ও শাশুড়ি শাফিয়া বেগমকে (৫০) পিটিয়ে গুরুতর জখম করে বাড়িতে আটক করে রাখেন স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। শুক্রবার রাতে সদর উপজেলার বাঞ্ছানগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই সদর থানার পুলিশ দু’জনকে উদ্ধার করে সরকারী হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ শারমিন আক্তার জানান, সে রায়পুর উপজেলার পৌর শহরের সর্দার বাড়ির তবি উল্যার মেয়ে। প্রায় ৬ বছর পূর্বে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্ছানগর এলাকার আব্দুল মতলবের ছেলে মাসুদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়েতে তার বাবা স্বর্ণালঙ্কার বাবদ যৌতুক ৭০ হাজার টাকা দেয়ার কথা থাকে। বিয়ের এক বছরের মধ্যে নগদ ৪৩ হাজার টাকা পরিশোধ করে। বর্তমানে তাদের তিন বছর বয়সের একটি মেয়ে ও এক বছর বয়সের একটি ছেলে রয়েছে। এদিকে গত এক মাস ধরে স্বামী মাসুদ তার কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। তখন শারমিন দাবিকৃত টাকা এনে দিতে পারবে না বলে জানায়। শুক্রবার সন্ধ্যায় মাসুদ ফের টাকার জন্য তার স্ত্রীকে চাপ সৃষ্টি করে। তাতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে মাসুদ তার স্ত্রীকে পুরো শরীরে ঝাড়ু দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
×