ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১৩ ভাগ

প্রকাশিত: ০৩:২১, ৬ মার্চ ২০১৬

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১৩ ভাগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও কমেছে সব ধরনের মূল্যসূচক। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৩ দশমিক ০২ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগের সপ্তাহের চেয়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৫৮ কোটি টাকার। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ২৪৩ কোটি ৩০ লাখ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৮৪ কোটি ৮৬ লাখ টাকার। তবে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারী ছুটি থাকার কারণে একদিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল। অর্থাৎ মোট চার কার্যদিবসে লেনদেন হয়েছিল। কিন্তু গত সপ্তাহে পুরো পাঁচ কার্যদিবসেই লেনদেন হয়েছে। যার কারণে সার্বিক লেনদেনও কিছুটা বেড়েছে। পর্যবেক্ষণে দেখা গেছে, দুটি মিউচুয়াল ফান্ড অবসায়ন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা ও ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে ফেব্রুয়ারিতে শেয়ার কেনাবেচার পরিমাণ কিছুটা কমে গেছে। এছাড়া তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির হিসাব বছর শেষ হওয়ায় উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনাবেচার ক্ষেত্রে এ সময়ে বিধিনিষেধ রয়েছে। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯৫ দশমিক ৩৩ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২ দশমিক ০১ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১ দশমিক ৯৩ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৭৪ শতাংশ। এদিকে বাজারটির সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক কমেছে ২ দশমিক ০৭ শতাংশ বা ৯৪ দশমিক ৭৪ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে ১ দশমিক ৯৭ শতাংশ বা ৩৪ দশমিক ৫২ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ২ দশমিক ৫৯ শতাংশ বা ২৮ দশমিক ৮৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টি কোম্পানির। আর দর কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। আর লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার। ডিএসইর সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কা বাংলা ফাইন্যান্স, ওরিয়ন ফার্মা, সিঙ্গার বাংলাদেশ, ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটোস, বেক্সিমকো, বিএসআরএম লিমিটেড, সিএমসি কামাল, কাসেম ড্রাইসেল ও স্কয়ার ফার্মা। দরবৃদ্ধির শীর্ষের কোম্পানিগুলো হলো : ওরিয়ন ফার্মা, বিএসআরএম স্টিল লিমিটেড, বিডি ফাইন্যান্স, রূপালী ইন্স্যুরেন্স, জাহিন স্পিনিং, লেকচার মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার, পিপলস ইন্স্যুরেন্স ও আনালিমা ইয়ার্ন। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সিঙ্গার বিডি, কাসেম ড্রাইসেল, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, পূবালী ব্যাংক, তাল্লু স্পিনিং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, মডার্ন ডাইং, সোনারগাঁও টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং ও বিজিআইসি।
×