ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলা প্রথম পত্র

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৩:১৯, ৬ মার্চ ২০১৬

অষ্টম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৯. কে আলো নিয়ে উপস্থিত হয়েছিল? ক) অতিথি খ) চাকর গ) মালিনী ঘ) বামুন ২০.‘মধুময় তামরস’ এ ‘তামরস’ বলতে বোঝানো হয়েছে- ক) তালের রস খ) সুন্দর পদ্ম গ) তামার তরল ঘ) সংস্কৃত ছন্দ ২১. আঁধারের পশুদের কোন জিনিসটি কবির চেনা? ক) মুখ খ) স্বভাব গ) গতিবিধি ঘ) কর্মকা- ২২.‘কহ, গো, শ্যামা জন্ম দে!’ এখানে শ্যামা হলো- ক) দেবী দুর্গা খ) এক জাতীয় পাখি গ) দেবী কালী ঘ) দেবী সরস্বতী ২৩. ‘আবার আসিব ফিরে’ কবিতায় উল্লিখিত পাখিগুলোর মধ্যে রয়েছে- র. বক, কাক রর. শালিক, শঙ্খচিল ররর. পেঁচা, ঘুঘু নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ২৪. ‘জজকোর্ট’ বলতে কোনটিকে বোঝায়? ক) জেলা আদালত খ) সর্বোচ্চ আদালত গ) উচ্চ আদালত ঘ) নিম্ন আদালত ২৫. রবিনসনের ঝোঁক ছিল কীসে? ক) খেলাধুলায় খ) লেখাপড়ায় গ) মাছ ধরার ঘ) দেশে বিদেশে ঘুরে বেড়ানোয় ২৬. সুধার ডিয়ার নদীর এপারে মংড়ু। ওপারে কী? ক) কুমোরপাড়া খ) তাঁতিপাড়া গ) সুধারপাড়া ঘ) হিন্দুপাড়া ২৭. রবিনসন সাগরের তীরে বাঁধা কয়টি নৌকা দেখতে পেল? ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৬টি ২৮. টেকনাফ ও মংড়ুর মাঝখানে কোন নদী বিদ্যমান? ক) কর্ণফুলী খ) নাফ গ) ফেনী নদী ঘ) মাতামুহুরী ২৯. হুমায়ুন আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যাপনা করেছেন? ক) বাংলা বিভাগ খ) ইংরেজি বিভাগ গ) দর্শন বিভাগ ঘ) ইতিহাস বিভাগ ৩০. ‘সোহরাব ও রোস্তম’ কাহিনীর মূল লেখক কে? ক) মালিক মুহম্মদ জায়সী খ) ওমর খৈয়াম গ) ইমরুল কায়েস ঘ) আবুল কাসেম ফেরদৌসী ৩১. ভিটেমাটি ছাড়ার পর উপেনের সময় কেটেছে- র. মনোহর তীর্থস্থান দেখে রর. পথে বিবর্ণ-বিশীর্ণ বাস্তবতা দেখে ররর. মনোরম বৈচিত্র্যময় দৃশ্য দেখে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর ৩২. কোন নদীর ঘোলা জলে কিশোর ছেঁড়া পালে ডিঙা বায়? ক) পদ্মার খ) মেঘনার গ) রূপসার ঘ) যমুনার ৩৩. ‘আবার আসিব ফিরে’ কবিতায় কী হওয়ার প্রতি কবি ইচ্ছে প্রকাশ করেন? ক) হাঁস খ) পানকৌড়ি গ) মাছ ঘ) ঘাস ৩৪. রবিনসন ক্রুশোর ঝোঁক ছিল- র. পড়ালেখায় রর. দেশ-বিদেশ ঘুরে বেড়ানো ররর. সমুদ্র যাত্রা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৩৫. মাঠের ফসল ভোগ করতে পারে সমাজের কোন শ্রেণির জনগণ? ক) ভূমিহীন কৃষক খ) অভাবী জনগণ গ) সর্বহারার দল ঘ) বিত্তবান মানুষ ৩৬. ‘নজর’ শব্দের অর্থ কী? ক) দৃষ্টি খ) বদান্যতা গ) লক্ষ করা ঘ) আকৃষ্ট হওয়া ৩৭. ‘মরিবার মতো ঠাঁই’ বলতে উপেন কোনটাকে বুঝিয়েছে? ক) দুই বিঘা জমি খ) জননী জন্মভূমি গ) ছোটো গ্রামগুলো ঘ) আমগাছের ছায়া ৩৮. গৌতমের স্ত্রীর নাম কী? ক) সুমিতা খ) অহল্যা গ) কৌশল্যা ঘ) কৈকেয়ী ৩৯. খলিফা হারুন-অর-রশিদ কার সাথে বেড়াতে বের হয়েছিলেন? ক) মন্ত্রির সাথে খ) উজিরের সাথে গ) কাজির সাথে ঘ) সেনাপতির সাথে ৪০. ‘জড়তা’ শব্দের সমার্থক কোনটি? ক) স্থূলতা খ) তীক্ষèতা গ) বিমূর্ততা ঘ) আড়ষ্টতা ৪১. রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাশিক্ষা গ্রহণ করেছেন যে প্রতিষ্ঠানে- র. ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল রর. বেঙ্গল একাডেমি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪২. বিপদাপন্ন লোকটি রবিনসনকে কৃতজ্ঞতা জানাল কেন? ক) প্রাণে বাঁচানের জন্য খ) কাবার দেয়ার জন্য গ) থাকতে দেয়ার জন্য ঘ) জাহাজে নেয়ার জন্য ৪৩. বাজুলিস্তাানের শাসক ছিলেন নিচের কারা? র. ফেরিদুর, মনুচেহের রর. শাম, জাল ররর. রোস্তম, সোহরাব নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ৪৪. ‘নদীর স্বপ্ন’ কবিতায় পাওয়া যায়- র. সন্ধিবদ্ধ শব্দের ব্যবহার রর. উপমার সুনিপুণ ব্যবহার ররর. চিত্রকল্পের সুনিপুণ ব্যবহার নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৪৫. যশোর জেলার সাগরদাড়ি গ্রামে কোন কবি জন্মগ্রহণ করেন? ক) আহসান হাবীব খ) শামসুর রাহমান গ) মাইকেল মধুসূদন দত্ত ঘ) জসীমউদ্দীন ৪৬. মংড়ুর ব্যবসায়ীরা কোথা থেকে এসেছে? ক) সিলেট খ) আরাকান গ) টেকনাফ ঘ) চট্টগ্রাম ৪৭. পাকিস্তান সরকার বাঙালিদের যে স্বাধীনতা হরণ করেছিল- র. রাজনৈতিক রর. সাংস্কৃতিক ররর. অর্থনৈতিক নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪৮. নিচের কোন ব্যক্তি রাজা দশরথের মন্ত্রী ছিলেন না? ক) ধর্মপাল খ) ধৃতরাষ্ট্র গ) সুরাষ্ট্র ঘ) জয়ন্ত উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও ‘এসো আজ মুঠি মুঠি মাখি সে আলো দুয়ে যাক মুছে যাক মনের কালো।’ ৪৯. বাংলাদেশে কীভাবে নববর্ষ উদ্যাপিত হয়? ক) প্রার্থী খ) মানবধর্ম গ) নারী ঘ) জাগো তবে অরণ্য কন্যারা ৫০. বর্মী রমণীদের সেলাইবিহীন লুঙ্গিকে কী বলা হয়? ক) র খ) ররর গ) র ও রর ঘ) রর ও ররর সঠিক উত্তর ১. (ঘ) ২. (গ) ৩. (গ) ৪. (ঘ) ৫. (গ) ৬. (খ) ৭. (গ) ৮. (ঘ) ৯. (খ) ১০. (খ) ১১. (খ) ১২. (খ) ১৩. (খ) ১৪. (ক) ১৫. (ক) ১৬. (গ) ১৭. (ঘ) ১৮. (ক) ১৯. (খ) ২০. (খ) ২১. (ক) ২২. (গ) ২৩. (ক) ২৪. (ক) ২৫. (ঘ) ২৬. (গ) ২৭. (গ) ২৮. (খ) ২৯. (খ) ৩০. (ঘ) ৩১. (গ) ৩২. (গ) ৩৩. (ক) ৩৪. (ঘ) ৩৫. (ঘ) ৩৬. (ক) ৩৭. (ক) ৩৮. (খ) ৩৯. (খ) ৪০. (ঘ) ৪১. (ঘ) ৪২. (ক) ৪৩. (খ) ৪৪. (খ) ৪৫. (গ) ৪৬. (ঘ) ৪৭. (ঘ) ৪৮. (খ) ৪৯. (ঘ) ৫০. (গ)
×