ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রূপসী বাংলা সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৮ জন

প্রকাশিত: ০৩:১৭, ৬ মার্চ ২০১৬

রূপসী বাংলা সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৮ জন

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক রূপসী বাংলা সাহিত্য পুরস্কার ২০১৫ ঘোষণা করা হয়েছে। কলকাতার সাংস্কৃতিক সংগঠন জীবনানন্দ উৎসব কমিটির উদ্যোগে আগামী ১২ মার্চে ঢাকায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ৮ বিশিষ্টজনকে এ পুরস্কার প্রদান করা হবে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে কলকাতায় নন্দন সেন্টারে জীবনানন্দ সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের চূড়ান্ত নামের তালিকা ঘোষণা করেন জীবনানন্দ উৎসব কমিটির সভাপতি কবি অমৃত মাইতি। পুরস্কারপ্রাপ্তরা হলেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান, কবি মহাদেব সাহা, কবি নির্মলেন্দু গুণ, কবি হেলাল হাফিজ, কবি অসীম সাহা, কবি রবিউল হুসাইন, কবি তপংকর চক্রবর্তী ও কবি সহিদ রাহমান। বাংলা একাডিমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেকের হাতে পদক, সনদপত্র ও সম্মাননা অর্থ তুলে দেয়া হবে।
×