ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নড়াইলে পিঠা উৎসব

প্রকাশিত: ০৩:১৭, ৬ মার্চ ২০১৬

নড়াইলে পিঠা উৎসব

রিফাত-বিন-ত্বহা, নড়াইল থেকে ॥ বাঙালীর হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের জীবন্ত স্মারক পিঠাপুলির আয়োজন। ইতিহাস-ঐতিহ্যের এ আবেদন সবার মাঝে ছড়িয়ে দিতে নড়াইলের আমাদা আদর্শ কলেজের সবুজ চত্বরে আয়োজন করা হয় পিঠা উৎসবের। সেই সঙ্গে তরুণ-তরুণীদের অংশগ্রহণে লাঠিখেলার নৈপুণ্য দর্শকদের বিমোহিত করে। হাজারও মানুষের মিলনমেলায় উৎসবমুখর ছিল পিঠা উৎসব ও লাঠিখেলার আনন্দ আয়োজন। দৃষ্টিনন্দন নকশা আর ভিন্ন স্বাদের পিঠাপুলির পসরা সাজিয়ে স্টলে স্টলে বসেছিলেন স্কুল-কলেজ শিক্ষার্থীরা। প্রায় ৪০ প্রকার পিঠার আয়োজন ছিল এ উৎসবে। শুক্রবার দিনব্যাপী এ পিঠা উৎসবে লাঠিখেলার নৈপুণ্য দর্শকদের বিমোহিত করে। এছাড়া রাতঅবধি সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে তোলেন স্থানীয় শিল্পীরা। নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজের আয়োজনে শুক্রবার বিকেলে পিঠা উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্দিকুর রহমান।
×