ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে আলোকচিত্র প্রদর্শনী শুরু

প্রকাশিত: ০৩:১৪, ৬ মার্চ ২০১৬

রাজশাহীতে আলোকচিত্র প্রদর্শনী শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে সাত আলোকচিত্রীর দুর্লভ ৪০টি ছবি নিয়ে শুরু হয়েছে উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী। শনিবার সকালে নগরীর পদ্মা নদীরপাড়ে বড়কুঠি উন্মুক্ত মঞ্চে দুই দিনব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর ফটোসাংবাদিক আজাহার উদ্দিন, সেলিম জাহাঙ্গীর, কবির তুহিন, সোহাগ আলী, রাজশাহী ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামাদ খান প্রমুখ। রাজশাহীর আলোকচিত্রী সালাহউদ্দীন, সানিউল ইসলাম টনি, তালহা জামিল, মাউন সারওয়ার, জাওয়াদ তাহমিদ, মনোয়ার জাহিদ তন্ময় ও তানভীরুল হোসাইনের ক্যামেরায় দেশের বিভিন্ন প্রান্তে ধারণ করা ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। ছবিগুলোর মধ্যে মানুষ, প্রকৃতি, জীবন সংগ্রাম ও সমাজের সমাজের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আজ রবিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। এদিকে উদ্বোধনের পরপরই আলোকচিত্র প্রদর্শনীতে ছবিপ্রিয় মানুষের ঢল নামে। আলোকচিত্রী সালাহউদ্দিন জানান, অনেকেই আসছেন, ছবির সঙ্গে নিজের ছবি মোবাইলের ক্যামেরায় বন্দী করছেন। আলোকচিত্র প্রদর্শনীতে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি।
×