ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোগীদের জিম্মি করে হাসপাতালে ধর্মঘট করা যাবে না ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৮:২৮, ৫ মার্চ ২০১৬

রোগীদের জিম্মি করে হাসপাতালে ধর্মঘট করা যাবে না ॥ স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৪ মার্চ ॥ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রোগীদের জিম্মি করে হাসপাতালে ধর্মঘট করা যাবে না। চিকিৎসায় আমরা অনেক দুর এগিয়েছি। চিকিৎসকদের ধৈর্যধারণ ও মানবতার দৃষ্টিভঙ্গি নিয়ে রোগীদের সঙ্গে ভাল ব্যবহার ও চিকিৎসা দিতে হবে। মন্ত্রী শুক্রবার রাতে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে ন্যাশনাল কনফারেন্স ও লাইভ ওয়ার্কশপ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের এমপি মাহবুব-উল-আলম হানিফ। সোসাইটি অব ল্যাপারোসকপিক সার্জন’স বাংলাদেশের উদ্যোগে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী আরও বলেন, আমাদের দেশের ডাক্তাররাই মুমূর্ষু ও জটিল রোগীদের চিকিৎসা দিয়ে তাদের জীবন রক্ষা করছেন। মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুকে আমাদের ডাক্তররাই চিকিৎসা দিয়ে তার জীবন রক্ষা করেছেন। এছাড়া বিরল রোগে আক্রান্ত বৃক্ষমানব রোগীকে আমাদের ডাক্তররাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সফল অপারেশন ও চিকিৎসা দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বিরল রোগীর সমস্ত চিকিৎসা ব্যয়ভার বহন করছেন। তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, সরকারী হাসপাতালে রোগী ফেরত দেয়ার কোন সুযোগ নেই। গ্রামের সহজ-সরল ও দরিদ্র রোগীদের যথাসম্ভব সরকারী হাসপাতালে চিকিৎসা দেয়ার জন্য তিনি চিকিৎসকদের নির্দেশ প্রদান করেন। রোগী চিকিৎসার সময় ডাক্তারদের অনিচ্ছাকৃত কোন ভুলের কারণে ডাক্তারদের অযথা হয়রানি ও হামালা করা যাবে না। এছাড়া চিকিৎসকদের কল্যাণে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করা হবে বলেও তিনি জানান।
×