ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বর্ষায় পদ্মা সেতুর কাজ চলমান রাখতে নতুন কনস্ট্রাকশন ইয়ার্ড করা হচ্ছে

প্রকাশিত: ০৭:৫৮, ৫ মার্চ ২০১৬

বর্ষায় পদ্মা সেতুর  কাজ চলমান রাখতে  নতুন কনস্ট্রাকশন  ইয়ার্ড করা হচ্ছে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর কাজ বর্ষায়ও চলবে সমান তালে। তাই বর্ষা মৌসুমকে সামনে রেখে করলী চরে সাপ্লিমেন্টারি কনস্ট্রাকশন ইয়ার্ড (চরল্যান্ড) স্থাপন শুরু হয়েছে। মাওয়ার পাশের কুমারভোগের মূল কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে এটির দূরত্ব প্রায় চার কিলোমিটার। এটির অবস্থান সেতুর ৩৫ নম্বর পিলারের কাছে। এছাড়া পদ্মা সেতুর কাজে আরও গতি আনতে এ বছরের মধ্যে ১৬শ’ কিলোজুল ক্ষমতাসম্পন্ন একটি হ্যামার এবং ১ হাজার টন ওজনের আরও একটি ভাসমান ক্রেন যোগ করা হচ্ছে। ভারি ভারি যন্ত্রপাতির ব্যবহার আর ২০ হাজার দেশী-বিদেশী শ্রমিকের ব্যস্ততায় পুরো প্রকল্প এলাকায় বিশেষ পরিবেশ বিরাজ করছে। এদিকে শুক্রবার পদ্মা সেতুর কাজের সব প্যাকেজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান। বর্ষার আগেই মূল সেতুর কাজ ৩০ শতাংশে উন্নীত করার জন্য প্রচেষ্টা চলছে। পদ্মা সেতুর সংশ্লিষ্ট প্রকৌশলীরা তাকে জানিয়েছেন, পদ্মায় মূল নদীতে প্রতি সেকেন্ডে প্রবাহিত হয় এক লাখ ৪০ হাজার ঘনমিটার পানি। তবে বর্ষায় মূল সেতুর কাজ অব্যাহত রাখার জন্য আগাম প্রস্তুতি গ্রহণ করেছে। মাদারীপুরের শিবচর উপজেলার করলী গ্রামে নতুন কনস্ট্রাকশন ইয়ার্ড তৈরি করা হচ্ছে। বর্ষায় এখান থেকেই চলবে মূল সেতুর কাজ।
×