ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢামেক থেকে ফের শিশু চুরির চেষ্টা, এক নারী আটক

প্রকাশিত: ০৭:৫৭, ৫ মার্চ ২০১৬

ঢামেক থেকে ফের শিশু  চুরির চেষ্টা, এক নারী আটক

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দেড় বছরের এক শিশুকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পলি আক্তার (২০) নামের এক নারীকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে বার্ন ইউনিট থেকে তাকে আটক করেন দায়িত্বরত আনসার সদস্যরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, দেড় বছরের শিশুটির নাম আয়েশা। তার মায়ের নাম রেহানা বেগম। বাবা সবুজ মিয়া। শিশুটির মা রেহানা সাংবাদিকদের জানান, তার বাড়ি যশোরের চৌগাছায়। ছয় মাস আগে তার স্বামী বিদ্যুতস্পৃষ্ট হন। ওই সময় স্বামীকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তখন থেকে তিনি (রেহানা) শিশু আয়েশাকে নিয়ে হাসপাতালে অবস্থান করছিলেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে পলি আক্তার নামের ওই নারী চোর বার্ন ইউনিটে যান। পলি তার সঙ্গে কথাবার্তা বলেন। বাচ্চাকে আদর করেন। রেহানা আরও জানান, বিকেল তিনটার দিকে পলি আবারও বার্ন ইউনিটে যান। তিনি বাচ্চাকে হাসপাতালের বেডে রেখে বাথরুমে যান। বের হয়ে দেখেন, বাচ্চা নেই। পলিও নেই।
×