ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেষ ম্যাচে শ্রীলঙ্কা পরাজিত ৬ উইকেটে

পাকিদের সান্ত্বনার জয়

প্রকাশিত: ০৬:৩০, ৫ মার্চ ২০১৬

পাকিদের সান্ত্বনার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যাচটাকে আসন্ন টি২০ বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচ বলাই সমীচীন। কারণ চলতি এশিয়া কাপে ফাইনালে উঠতে পারবে না পাকিস্তান বা শ্রীলঙ্কা যেই জিতুক। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এমন এক ম্যাচে সান্ত¡নার জয় পেয়েছে পাকিরা। তারা ৬ উইকেটে হারিয়েছে লঙ্কানদের। ফাইনালে উঠতে ব্যর্থ হলেও কিছুদিন বাদেই ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য বড় অনুপ্রেরণা পেয়ে গেল পাকরা। টস হেরে দিনেশ চান্দিমাল ও তিলকারতেœ দিলশানের জোড়া অর্ধশতকে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫০ রান তোলে লঙ্কানরা। জবাবে ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫১ রান তুলে জয় নিশ্চিত করে পাকরা। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গা এক ম্যাচ খেলার পর থেকেই দলে নেই। তার পরিবর্তে নেতৃত্ব দিয়েছেন অলরাউন্ডার এ্যাঞ্জেলো ম্যাথুস। তিনিও ইনজুরিতে পড়ায় শ্রীলঙ্কার অধিনায়ক চান্দিমাল। পাকিরা তিনটি পরিবর্তন আনে দলে। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন চান্দিমাল অভিজ্ঞ দিলশানের সঙ্গে। উদ্বোধনী জুটিতে ১১০ রান, বড় সংগ্রহ গড়ার ভিত পায় লঙ্কানরা। এটি মিরপুরে টি২০ ক্রিকেটে প্রথম উইকেটের রেকর্ড জুটি। উভয়েই অর্ধশতক হাঁকান। চান্দিমাল ক্যারিয়ারের তৃতীয় ফিফটি হাঁকিয়ে ৪৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৮ রান করে ফিরে যান। তবে দীর্ঘদিন পর জ্বলে ওঠা দিলশান তা-ব অব্যাহত রাখেন। কিন্তু ইনিংসের শেষদিকে ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে পাকিস্তানী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে। সে কারণে খুব বড় হয়নি শ্রীলঙ্কার ইনিংস। দিলশান ক্যারিয়ারের ১২তম ফিফটি হাঁকিয়ে ৫৬ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন। মাত্র ১৮ রানে দুই উইকেট নেন পেসার মোহাম্মদ ইরফান। ৪ উইকেটে ১৫০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় শ্রীলঙ্কা। জবাব দিতে নামার পর পাক ওপেনার মোহাম্মদ হাফিজ (১৪) আবারও ব্যর্থ হন। তবে শারজিল খান ও সরফরাজ আহমেদের ব্যাটিংয়ে পাওয়ার প্লে-র ৬ ওভারে ৫০ রান তুলে জয়ের জন্য ভাল ভিত পেয়ে যায় পাকিরা। এরপরই অবশ্য শারজিল ২৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩১ রান করে ফিরে যান। সরফরাজও ২৭ বলে ৬ চারে ৩৮ করে যখন ফিরেছেন ততক্ষণে জয়ের স্বাদ পেয়ে গেছে পাকিরা। এরপর উমর আকমল দারুণ ব্যাটিং করে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়ে সাজঘরে ফেরেন। তিনি ৩৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৮ করে যখন ফেরেন তখন জয় থেকে ১ রান দূরে পাকিরা। শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতেই ৬ উইকেটের আয়েশি জয় তুলে নেয় তারা। স্কোর ॥ শ্রীলঙ্কা ইনিংস- ১৫০/৪; ২০ ওভার (দিলশান ৭৫*, চান্দিমাল ৫৮, শিহান ৪, কাপুগেদেরা ২, শানাকা ০, শ্রীবর্ধেনে ৪*; ইরফান ২/১৮, মালিক ১/৩, ওয়াহাব ১/৩০)। পাকিস্তান ইনিংস- ১৫১/৪; ১৯.২ ওভার (আকমল ৪৮, সরফরাজ ৩৮, শারজিল ৩১, মালিক ১৩*; দিলশান ১/২, শিহান ১/১৩)। ফল॥ পাকিস্তান ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ উমর আকমল
×