ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবচেয়ে ছোট্ট তারবিহীন এয়ারফোন

প্রকাশিত: ০৬:০৮, ৫ মার্চ ২০১৬

সবচেয়ে ছোট্ট তারবিহীন এয়ারফোন

এয়ারফোন শব্দটা শুনলেই প্রথমেই মাথায় আসে তারসহ একটা যন্ত্রের ছবি। এ যন্ত্রটি মূলত গান শোনার কাজেই ব্যবহৃত হয়। হেডফোন বা এয়ারফোনের তার পেঁচিয়ে ভোগান্তির শিকার হননি, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এয়ারফোন বা হেডফোন মানেই তারের জট আর দুটি স্পিকার- এই ধারণা বদলে দিতে বাজারে আসছে প্রথম কর্ডলেস হেডফোন। এয়ারিন নামে এমনই এক এয়ারফোন নিয়ে এসেছে কিকস্টারটার নামে এক প্রতিষ্ঠান। সৃজনশীল প্রকল্পের জন্য তহবিল প্রদান করে থাকে এই প্রতিষ্ঠানটি। কর্ডলেস হেডফোন আবিষ্কারের ফলে আপাতত তারের ঝামেলা থেকে মুক্তি পেল শ্রোতারা। এয়ারিন নামের এয়ারফোনই হতে যাচ্ছে দুনিয়ার সবচে ক্ষুদ্র ও তারবিহীন এয়ারফোন। এই হেডফোন গান শোনার ডিভাইসের সঙ্গে যুক্ত থাকবে ব্লুটুথ দিয়ে। একটি বিশেষ ধরনের ব্লুটুথ চিপ থাকবে বাম কানের এয়ারফোনে, যা সাহায্য করবে এয়ারফোন ও ডিভাইসের সংযোগ স্থাপনে। কিকস্টারটারের এই এয়ারফোনটি পাওয়া যাবে ১৩৭ ডলারে। ইন্ডিয়া টাইমস
×