ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতে ‘নওকর শয়তান মালিক হয়রান’ নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৬:০২, ৫ মার্চ ২০১৬

ভারতে ‘নওকর শয়তান মালিক হয়রান’ নাটকের মঞ্চায়ন

সংস্কৃতি ডেস্ক ॥ ভারতের দিল্লী ও কলকাতার দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসা ও অকৃত্রিম ভালবাসায় সিক্ত হলো ফেইম নাট্যকলা বিভাগের প্রযোজনা ‘নওকর শয়তান মালিক হয়রান’ নাটক ও এর শিল্পী এবং কলাকুশলীরা। সম্প্রতি ভারতে নাটকটির দুটি সফল মঞ্চায়ন হয়েছে। ন্যাশনাল স্কুল অব ড্রামা আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসব ১৮তম ভারত রং মহোৎসব এবং কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে নটী বিনোদিনী মঞ্চে নাটকটির মঞ্চায়ন হয়। চট্টগ্রামের অন্যতম সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ডান্স, ড্রামা এ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগ এ নিয়ে চতুর্থবারের মতো দিল্লীর ন্যাশনাল স্কুল অব ড্রামার আয়োজনে ভারতের সবচেয়ে বৃহৎ পরিসরে আয়োজিত ভারত রং মহোৎসবে আমন্ত্রিত হয়। এরই ধারাবাহিকতায় গত ১৯ ফেব্রুয়ারি শুক্রবার দিল্লীর শ্রী রাম সেন্টার মিলনায়তনে ফেইম এর ‘নওকর শয়তান মালিক হয়রান’ নাটকটির মঞ্চায়ন হয়। ‘কমেদিয়া দেল আর্তে’ ফর্মে রচিত কার্লো গোলদোনির ‘দ্য সারভেন্ট অব টু মার্স্টাস’ অবলম্বনে এ নাটকটি ন্যাশনাল স্কুল অব ড্রামার শিক্ষক ও দর্শকদের কাছে ব্যাপক প্রশংসা কুড়ায়। মঞ্চায়ন শেষে উচ্ছ্বসিত প্রশংসা করে অনুভূতি জ্ঞাপন করেন অতিথি ও দর্শকরা। আন্তর্জাতিক এ নাট্যোৎসবে ভারতের বিভিন্ন রাজ্যের নাটকসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ৬৫টি নাটক মনোনীত হয়। ২৪ ফেব্রুয়ারি কলকাতা রবীন্দ্র্রভারতী বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে নটী বিনোদিনী মঞ্চে নাটকটির আরেকটি মঞ্চায়ন হয়। এ মঞ্চায়নে রবীন্দ্র্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক-ছাত্রবাসহ অন্য দর্শকরাও উপস্থিত ছিলেন। দর্শকদের কাছে বিশ্বনাট্য সাহিত্যের জনপ্রিয় ধারা ‘কমেদিয়া দেল আর্তে’ ফর্মের এ নাটকটি দারুণ সাড়া জাগায়। ফেইম পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের চেয়ারম্যান অসীম দাশের অনূদিত ও নির্দেশিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যীশু, মুবিদুর রহমান সুজাত, পলি চৌধুরী ববি, হাসিবুল আলম, রুমেল বড়ুয়া, কমল বড়ুয়া, বাপ্পী সিকদার, প্রেম পাঠক, সানোয়ার হোসেন সুমন, নিশিগন্ধা দাশগুপ্তা, খাদিজাতুল কুবরা রিশিকা, সাজ্জাদ হোসেন তুষার ও অন্বেষা দাশ অধীতা। আবহ সঙ্গীত নিয়ন্ত্রণে অম্লান বড়ুয়া ও প্রযোজনা অধিকর্তা ছিলেন ফেইম পরিচালক তিলোত্তমা সেনগুপ্তা।
×