ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাট্যকার জিল্লুর রহমান জুয়েলের দুই বই

প্রকাশিত: ০৬:০১, ৫ মার্চ ২০১৬

নাট্যকার জিল্লুর রহমান জুয়েলের দুই বই

স্টাফ রিপোর্টার ॥ এবার একুশে বইমেলা উপলক্ষে জিল্লুর রহমান জুয়েলের গল্পের বই ‘মায়া’ ও উপন্যাস ‘পড়ন্ত বিকেলে’ প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছে শামীম পাবলিশার্স। জল রঙে প্রচ্ছদ একেছেন অরূপমান্দি। বই দুটি পাঠক মহলে প্রশংসিত হয়েছে বলে জানিয়েছেন লেখক। প্রতিভাবান এ সাহিত্যিক একের পর এক বই উপহার দিয়ে পাঠকের মন জয় করে চলেছেন। ‘কখনো ভাবিনি’, ‘নীল চন্দ্রিমা’, ‘আদর’, ‘অভিমানী ও সাগরের বুকে’ তার প্রকাশিত উল্লেখযোগ্য বই। কৃষিবিদ জিল্লুর রহমান জুয়েল ছোট বেলা থেকে গল্প, উপন্যাস ও কবিতা লেখার চেষ্টা করতেন। নবম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় তার রচনা ও পরিচালনায় মঞ্চ নাটক ‘জাগরণ’ ‘শয়তানের ছোবল’ ও ‘তালেব মাস্টার’ সফলভাবে বিভিন্ন জায়গায় মঞ্চায়নের পর প্রশংসিত হয়।
×