ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেরা নাচিয়ের সেমিফাইনাল পর্ব

প্রকাশিত: ০৬:০০, ৫ মার্চ ২০১৬

সেরা নাচিয়ের সেমিফাইনাল পর্ব

স্টাফ রিপোর্টার ॥ নৃত্যশিল্পী অন্বেষণে জনপ্রিয় ড্যান্স রিয়েলিটি শো ‘ম্যাঙ্গোলি চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫ সিজন থ্রি’। এ প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে শুধুমাত্র সময়ের অপেক্ষা। পুরস্কার হিসেবে সেরা নাচিয়ে পাবেন এসিআইয়ের সৌজন্যে একটি গাড়িসহ বিভিন্ন উপহার-সামগ্রী। থাকছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে নির্মিত চলচ্চিত্র, নাটক, টেলিফিল্মে অভিনয় ও বিভিন্ন পণ্যের মডেল হওয়ার সুযোগ। এ প্রতিযোগিতার বিস্তারিত জানাতে চ্যানেল আই ভবনে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলন হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এএসটি বেভারেজ লিমিটেডের ও মেম্বার অব গ্লোব ফার্মাসিটিক্যাল গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও এমডি মো: হারুনুর রশিদ, প্রতিযোগিতার প্রধান ৩ বিচারক মুনমুন আহমেদ, ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, প্রতিযোগিতার পরিচালক ইজাজ খান স্বপন ও প্রতিযোগীরা। সংবাদ সম্মেলনে জানানো হয় এখনও বাকি রয়েছে কয়েকটি এপিসোর্ট। এতে এখন প্রতিযোগীর সংখ্যা ১৫ জন। প্রায় তিন মাস আগে দেশের ৭টি বিভাগ থেকে ৪৫ হাজার প্রতিযোগীর মধ্যথেকে প্রাথমিক বাছাই শেষে ২৪৫ জনকে প্রশিক্ষণ দেয়া হয়। দেশের বরেণ্য নৃত্যশিল্পীদের দ্বারা প্রশিক্ষণ শেষে একশ জনকে নির্বাচিত করা হয় গ্রান্ড অডিশনের জন্য। এর মধ্য থেকে ৩৪ জনকে নিয়ে শুরু হয় মূল পর্ব। মূল পর্বের কয়েকটি ধাপ পেরিয়ে ২৪ জন নিয়ে শুরু হয় ক্যাম্প রাউন্ড। এখন ১৫ জন লড়ছেন সেমিফাইনাল রাউন্ডে। এরা হলেন সিনথিয়া, শোভা, হৃদি, অন্তর, অপূর্ব, মিতি, সুমাইয়া, সুমী, রিয়া, প্রাপ্তি, দোলা, লোটাস, ইচ্ছা, অথৈ ও আলিফ। আগামী ৬ মে এর মধ্য থেকে সেরা ৭ প্রতিযোগী নিয়ে গ্রান্ড ফিনালের প্রস্তুতি নিচ্ছে আয়োজক কর্তৃপক্ষ। ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মিম চৌধুরী। পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। আয়োজনটি প্রতি মঙ্গল ও শুক্রবার রাত সাড়ে ৭টায় চ্যানেল আইতে প্রচার হচ্ছে।
×