ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেপথ্যের কারিগর সম্ভাবনাময় চিত্রগ্রাহক এসকে সুমন

প্রকাশিত: ০৬:০০, ৫ মার্চ ২০১৬

নেপথ্যের কারিগর সম্ভাবনাময় চিত্রগ্রাহক এসকে সুমন

সাজু আহমেদ ॥ সাম্প্রতিক সময়ে তরুণদের হাত ধরে আমাদের টিভি ও চলচ্চিত্র মিডিয়া সমৃদ্ধ হচ্ছে। টিভি নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন অথবা চলচ্চিত্রসহ সব ক্ষেত্রে তারুণ্যের জোয়ার বইছে। তবে বিভিন্ন নাটক টেলিফিল্ম বা চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাণের জন্য যেসব মানুষ নেপথ্য কারিগর হিসেবে কাজ করেন তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি চিত্রগ্রাহক। এমনি একজন তরুণ ক্যামেরাকর্মী এস কে সুমন। চাঁদপুর সদরের আবদুর রশিদ শেখ এবং রাহেলা বেগমের সন্তান এসকে সুমন সাম্প্রতিক সময়ে চিত্রগ্রাহক হিসেবে ব্যস্ত সময় কাটাচ্ছেন। টিভি মিডিয়ার একাধিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এ অঙ্গনে তার অভিজ্ঞতার ঝুলি বেশ ভারি। এর মধ্যে ক্যামেরা এ্যাসিস্টেন্ট হিসেবে লাইট এ্যান্ড শ্যাডোতে পাঁচ বছর, নেহাল খানের সঙ্গে ছয় মাস এ্যাসিসস্টেন্ট হিসেবে কাজ করেছেন। তবে পূর্ণাঙ্গ চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরু করেন মাসুদ সেজান পরিচালিত ‘তুলারাশি’ টেলিফিল্মের মাধ্যমে। এরপর আলম আশরাফ পরিচালিত ধারাবাহিক নাটক ‘হিডেন ফোল্ডার’, সিঙ্গেল নাটক ‘এ্যাকশান’, মীর সাব্বিরের ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’,সিঙ্গেল নাটক ‘সবজান্তা শমসের’, সর্দার রোকনের ধারাবাহিক নাটক ‘বাজি ও বাজনা’, সিঙ্গেল নাটক ‘নীলিমার রূপকথা’, ‘লুকোচুরি’, ‘বধূবরণ’, নাসিম সাহানিকের সিঙ্গেল নাটক ‘ব্রোকেন হার্ট’, একক ‘মেঘ ডেকেছে বেলায় বেলায়’, ইমরান হোসেন ইমুর ধারাবাহিক ‘আলো আধারের গল্প’, সিঙ্গেল নাটক ‘নবাবের অভাব’, সুমন রেজা পরিচালিত আরটিভিতে প্রচারিত একক নাটক ‘দেব্বু’ নাটকের চিত্রগ্রাহক ছিলেন। এছাড়া তার টিভিসির মধ্যে রয়েছে শুভচ্ছায়া, আরএফএল প্রভৃতি। শীঘ্রই শুরু করবেন পরিচালক সর্দার রোকন ও মিনহাজ অভির দুটি ধারাবাহিকের কাজ। সব মিলে সম্ভাবনমায় চিত্রগ্রাহক হিসেবে দিন দিন ব্যস্ত হয়ে উঠছেন সুমন। বিভিন্ন অভিজ্ঞতার আলোকে ভাল ভাল কাজ করতে চান তিনি। এ জন্য সংশ্লিষ্টদের সহযোগিতার পাশাপাশি দোয়াও চান এসকে সুমন। তার জন্য শুভ কামনা।
×