ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নাট্যোৎসব শুরু

প্রকাশিত: ০৬:০০, ৫ মার্চ ২০১৬

রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নাট্যোৎসব শুরু

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ নতুন বছরের আগমন উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বর্ণাঢ্য সাংস্কৃতি চর্চার প্রসার, উন্নয়ন ও সংরক্ষণ কর্মসূচীর আওতায় রাঙ্গামাটিতে চার দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নাট্যোৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ উৎসবের শুভ উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে ওই দিন ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়। এই সময় তিনি বলেন, জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতি মানুষের সঙ্গে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। সংস্কৃতিতে এই জেলার একটি আলাদা শিল্প ও বৈশিষ্ট্য রয়েছে এটিকে আমাদের মনে সঠিকভাবে লালন করতে হবে। পার্বত্য অঞ্চলে বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর বসবাস। নাটকের মাধ্যমে এ অঞ্চলের সব জাতি গোষ্ঠীর বৈচিত্র্য, ভাষা ও সংস্কৃতি আমাদের বিশ্বের মাঝে তুলে ধরতে হবে। এর জন্য চাই সকলের আন্তরিক সহযোগিতা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এ অঞ্চলের বসবাসরত জনগোষ্ঠীদের সংস্কৃতি চর্চায় নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করারও পরামর্শ দেন তিনি। সংস্কৃতির বিকাশে প্রয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয়ে বিশেষ অনুরোধে প্রকল্প বাস্তবায়নে সুপারিশ করা হবে বলে জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পরিষদের সদস্য সাস্তনা চাকমা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক রুনেল চাকমা ও রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল প্রমুখ।
×