ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিজেএমসির ২১ গোলে সাবিনার ১২

প্রকাশিত: ০৫:৫৩, ৫ মার্চ ২০১৬

বিজেএমসির ২১ গোলে সাবিনার ১২

স্পোর্টস রিপোর্টার ॥ চোখ ছানাবড়া হয়ে যাবার মতোই পরিসংখ্যান বটে। এক ম্যাচে একটি দল গোল করেছে ২১টি। এর মধ্যে একজন একাই করেছেন ১২ গোল! হ্যাঁ, শুক্রবার এমন ঘটনাই ঘটেছে ‘কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ’-এর চূড়ান্ত পর্বের খেলায়। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে বড় জয় কুড়িয়ে নিয়েছে বিজেএমসি। তারা ২১-০ গোলে হারায় রাজবাড়ী জেলাকে। বিজয়ী দলের ফরোয়ার্ড হ্যাটট্রিকসহ করেন ১২ গোল। গোলের মিনিটগুলো হলো : ৬, ১২, ১৪, ৩০, ৩৪, ৪৩, ৪৮, ৫০, ৬০, ৭৫, ৭৭ ও ৮১ মিনিটে। বলা যায় নিয়মিত বিরতিতেই মুড়ি-মুড়কির মতোই বিপক্ষের জালে বার বার বল জড়িয়েছেন সাবিনা। হ্যাটট্রিকসহ ৫টি গোল করেছেন লিপিও। স্বপ্না করেন জোড়া গোল। এছাড়া ১টি করে গোল করেন রতœা ও মুক্তা। একই ভেন্যুতে অনুষ্ঠিত অপর ম্যাচে (‘এ’ গ্রুপ) ময়মনসিংহ জেলা ৬-০ গোলে হারায় রংপুর জেলাকে। বিজয়ী দলের সাজেদা জোড়া গোল করেন। ১টি করে গোল করেন মারজিয়া, সাবরিনা, মারিয়া মান্দা ও সেলিনা। মহিলা হকির সুপার লীগে নড়াইলের জয় স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন জাতীয় মহিলা হকি প্রতিযোগিতা’র পঞ্চম দিন শুক্রবার থেকে শুরু হয়েছে সুপার লীগের খেলা। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে নড়াইল জেলা ৩-০ গোলে রাজশাহী জেলাকে হারায়। নড়াইলের হয়ে কিমি কর্মকার ২২ মিনিটে, নমিতা কর্মকার ২৪ মিনিটে ও তাসলিমা তামান্না ৪৪ মিনিটে ১টি করে গোল করেন। শনিবার সুপার লীগের দ্বিতীয় ম্যাচে রাজশাহী জেলা মুখোমুখি হবে ঝিনাইদহ জেলার। ম্যাচটি যথারীতি বিকেল ৩টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে। উল্লেখ্য, এবারের ওয়ালটন তৃতীয় জাতীয় মহিলা হকি টুর্নামেন্টে ৯টি দল অংশ নিয়েছে। দলগুলো হল- নড়াইল জেলা, রংপুর জেলা, কিশোরগঞ্জ জেলা, দিনাজপুর জেলা, পটুয়াখালী জেলা, ঝিনাইদহ জেলা, ঢাকা জেলা, রাজশাহী জেলা ও ঠাকুরগাঁও জেলা। ৯টি দলকে ৩টি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা শুরু হয়। তিন গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার লীগে উঠেছে নড়াইল জেলা, রাজশাহী জেলা ও ঝিনাইদহ জেলা। আরামবাগের বড় জয় স্পোর্টস রিপোর্টার ॥ ‘বাফুফে পাইওনিয়ার ফুটবল লীগ’-এর সুপার লীগ পর্বে শুক্রবারের খেলায় ‘ক’ গ্রুপে জুরাইন ফুটবল একাডেমি ১-০ গোলে লালবাগ তরুণ সংঘকে, ‘খ’ গ্রুপে বসুন্ধরা কিংস ১-০ গোলে মাদারবাড়ী শোভনীয়া ক্লাবকে, ‘গ’ গ্রুপে আরামবাগ ফুটবল একাডেমি ৫-০ গোলে কমিশনার সফিউদ্দিন স্মৃতি সংসদকে, ‘ঘ’ গ্রুপে মিরপুর স্পোর্টস এ্যান্ড ফিজিক্যাল কালচার ১-০ গোলে যাত্রাবাড়ী স্পোর্টস একাডেমিকে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করে। শাহরিয়ার-শামসুরের সেঞ্চুরি, দুই ম্যাচই ড্র স্পোর্টস রিপোর্টার ॥ লঙ্গার ভার্সন ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের দুটি চারদিনের ম্যাচই ড্র হয়েছে। শুক্রবার চতুর্থ দিনে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার শামসুর রহমান শুভ। তার ১৪৮ বলে ১১ চার ও ২ ছক্কায় করা অপরাজিত ১২৫ রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯৯ রান তোলার পর ম্যাচ ড্র হয়ে যায়। এর আগেই ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৪৪২ রানে। তারা পিছিয়ে ছিল ১৪৬ রানে। মোহাম্মদ সাইফুদ্দিন ৭৭ রানে অপরাজিত থাকেন। শরীফুল্লাহ তিনটি ও মোহাম্মদ শরীফ দুটি উইকেট নেন। এ ড্রয়ের পরও চার রাউন্ড শেষে ৪৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে মধ্যাঞ্চল। একই ভেন্যুর একাডেমি মাঠে বিসিবি উত্তরাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ম্যাচটিও ড্র হয়েছে। তৃতীয় দিনের ৩ উইকেটে ২৩৭ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে উত্তরাঞ্চল ৭ উইকেটে ৩৯০ রানে ইনিংস ঘোষণা করে। সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ২০৮ বলে ১৫ চারে ১২৬ রান করে ফিরে যান। নাঈম ইসলাম ৬৫ এবং আরিফুল হক ৭৭ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৭১ রানের ঝড়োইনিংস উপহার দেন। আব্দুর রাজ্জাক তিনটি ও ময়নুল ইসলাম দুটি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চল শাহরিয়ার নাফীসের ১৪৭ বলে ১৪ চার ও ১ ছক্কায় করা অপরাজিত ১০১ রানের সুবাদে ২ উইকেটে তোলে ১৮২ রান। এনামুল হক বিজয় ৪৩ রান করেন। এরপরই ম্যাচটি ড্র হয়ে যায়। উত্তরাঞ্চল ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ব্রাজিল দলে কাকা স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা করেছেন কোচ কার্লোস দুঙ্গা। ম্যাচ দু’টির জন্য সেলেসাওদের স্কোয়াডে জায়গা পেয়েছেন তারকা মিডফিল্ডার কাকা। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ইকুয়েডর। আর দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট ৯। উরুগুয়ের বিরুদ্ধে নিজেদের মাঠে আগামী ২৬ মার্চ খেলবে ব্রাজিল। চারদিন পর প্যারাগুয়ের মাঠে খেলবে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। রাশিয়া ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিল ইতোমধ্যে চারটি ম্যাচ খেললেও এখনও খেলা হয়নি লিভারপুলের প্লেমেকার ফিলিপ কাউটিনহোর। এবার দলে জায়গা পেয়েছেন তিনি। বাছাইপর্বে এখন পর্যন্ত মাত্র ১৫ মিনিট খেলা অরল্যান্ডো সিটির মিডফিল্ডার কাকাকেও আরেকবার সুযোগ দিয়েছেন দুঙ্গা। ২৩ সদস্যের দলে জায়গা হয়নি গোলরক্ষক জেফারসনের। তার পরিবর্তে দুঙ্গা দলে নিয়েছেন ভালেন্সিয়ার দিয়াগো আলভেসকে।
×