ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অভিমত দলের চিলিয়ান ফলোয়ার্ড সানচেজের

আর্সেনালের শিরোপা ক্ষুধার অভাব!

প্রকাশিত: ০৫:৫২, ৫ মার্চ ২০১৬

আর্সেনালের শিরোপা ক্ষুধার অভাব!

স্পোর্টস রিপোর্টার ॥ এক যুগ আগে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জিতেছিল আর্সেনাল। এর পরের মৌসুমেও শিরোপা ধরে রাখার দারুণ সম্ভাবনা তৈরি করেছিল গানাররা। কিন্তু বাকি সময়টাতে আর কখনই প্রিমিয়ার লীগে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি তারা। অথচ ইংল্যান্ডের জায়ান্ট দল হিসেবে বিবেচিত আর্সেনাল। বর্তমানেও বিশ্বের সেরা সেরা ফুটবলারদের নিয়ে সাজানো আর্সেন ওয়েঙ্গারের দল। কিন্তু তারপরও প্রিমিয়ার লীগে আর্সেনাল কেন নিষ্প্রভ? এর একটা উত্তর খুঁজে বের করেছেন এ্যালেক্সিস সানচেজ। ২০১৪ সালে আর্সেনালে যোগ দেয়া এই চিলিয়ান তারকা জানান, শিরোপা জয়ের যে ক্ষুধাটা থাকা দরকার তা আর্সেনালের খেলোয়াড়দের মধ্যে নেই। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের যে খেলোয়াড় রয়েছে তাদের নিয়েই প্রিমিয়ার লীগের শিরোপা জিততে পারি বলে আমি মনে করি। কিন্তু একটা কথা নিশ্চিত করেই বলা যায়, শিরোপা জয়ের জন্য যে ক্ষুধা দরকার আমাদের মাঝে তার খুব অভাব।’ তিন বছর স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনায় দারুণ সময় কাটিয়েছেন সানচেজ। বিশ্বের সেরা কোচ আর সেরা সেরা ফুটবলারদের সঙ্গে খেলেছেন তিনি। অভিজ্ঞতায় সানচেস নিঃসন্দেহেই সেরাদের তালিকায়। পারফর্মেন্সেও নিজের জাত ছিনিয়েছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার মতে আর্সেনালের খেলোয়াড়রা নিজেদের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। আর চ্যাম্পিয়ন হওয়ার জন্য আত্মবিশ্বাসটা খুবই জরুরী বলে মনে করেন তিনি। এ বিষয়ে সানচেজ বলেন, ‘আমাদের আত্মবিশ্বাসের অভাব। এটা থাকলে আমরা নিশ্চিত করেই চ্যাম্পিয়ন হতে পারি। আমি গত বছরের ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটির কথা এখনও মনে করতে পারি। আমরা প্রথম ২০ মিনিটেই তাদের চূর্ণবিচূর্ণ করে দেই। এমনকি ২-০ ব্যবধানে এগিয়েও যাই। সেই ম্যাচে আমরা ক্ষুধার্ত ছিলাম এবং ম্যাচের শেষমুহূর্ত পর্যন্তই আত্মবিশ্বাসী ছিলাম।’ ইংলিশ প্রিমিয়ার লীগে ২৮ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে তিন নাম্বারে অবস্থান করছে আর্সেনাল। সমান সংখ্যক ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে লিচেস্টার সিটি। আর ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান টটেনহ্যাম হটস্পারের। অর্থাৎ স্পার্শদের সঙ্গে গানারদের পয়েন্ট ব্যবধান মাত্র ৩। তবে আজই এই পয়েন্ট ব্যবধান কমানোর দারুণ সুযোগ আর্সেনালের সামনে। কেননা টটেনহ্যাম হটস্পার যে আজই আতিথ্য দিবে আর্সেন ওয়েঙ্গারের দলকে। সব ধরনের প্রতিযোগিতায় শেষ চার ম্যাচে কোন জয় নেই গানারদের। আজ কি তবে পারবে স্পার্শদের হারাতে? ভক্ত-অনুরাগীদের সেটাই এখন দেখার অপেক্ষা। প্রিমিয়ার লীগে দিনের অন্যান্য ম্যাচে আজ চেলসি স্বাগত জানাবে স্টোক সিটিকে, ম্যানসিটি এ্যাস্টন ভিল্লাকে এবং ওয়াটফোর্ড শীর্ষে থাকা লিচেস্টার সিটিকে। এদিকে প্রিমিয়ার লীগে লন্ডনভিত্তিক ক্লাবের হয়ে ২০১৫-১৬ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়েস্ট হামের দিমিত্রি পায়েত। দুর্দান্ত ফর্মে থাকা আর্সেনালেরই মেসুত ওজিল ও উইলিয়ানকে হার মানান ২৮ বছর বয়সী এই ফ্রেঞ্চ মিডফিল্ডার। লন্ডন ফুটবল এ্যাওয়ার্ড অনুষ্ঠানে পায়েতের হাতে বর্ষসেরার পুরস্কার তুলে দেয়া হয়। চলতি মৌসুমেই তিনি ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক মার্শেই ছেড়ে লন্ডনের ক্লাবটিতে যোগ দেন। প্রিমিয়ার লীগে এখন পর্যন্ত সাতটি গোল করার পাশাপাশি ছয়টিতে সহায়তা করেই মৌসুমের সেরা পারফর্মার বনে যান পায়েত। সেরা হওয়ার দৌড়ে পায়েতের সঙ্গে ওজিল-উইলিয়ান ছাড়াও টটেনহ্যাম স্ট্রাইকার হ্যারিকেন ও ওয়াটফোর্ডের নাইজেরিয়ান ফরোয়ার্ড ওডিয়ন ইগহালো প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে পায়েতকে ছাপিয়ে ওজিলই ছিলেন অন্যতম ফেভারিট। ইতোমধ্যেই ১৮টি গোল করিয়ে ইংলিশ লীগ ইতিহাসে সর্বোচ্চ সহায়তা করার মাইলফলক ছোঁয়ার পথে জার্মান মিডফিল্ডার। কিন্তু দুর্দান্ত পারফর্মেন্স করেও বিচারক প্যানেলের মন জয় করতে পারেননি ওজিল! প্রসঙ্গত ২০০২-০৩ মৌসুমে আর্সেনালের হয়ে ২০টি এ্যাসিস্টের রেকর্ড গড়েছিলেন থিয়েরি অঁরি। টটেনহ্যামের মরিসিও পোচেত্তিনো বর্ষসেরা কোচ ও ১৯ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার ডেলি আলী সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হন। গোলরক্ষকের পুরস্কার জেতেন আর্সেনালের পিওতর চেক।
×