ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাক ক্রিকেটের খোল-নলচে পাল্টাতে চান শাহরিয়ার

প্রকাশিত: ০৫:৫১, ৫ মার্চ ২০১৬

পাক ক্রিকেটের খোল-নলচে  পাল্টাতে চান শাহরিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান ক্রিকেটের ভিতটাই যেন কেঁপে উঠেছে! সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ও উপমহাদেশীয় পরাশক্তির এই অবস্থা দেখে যারপর নাই হতাশ দেশটির সাবেক তারকা ক্রিকেটাররা। অধিনায়ক শহীদ আফ্রিদির ব্যর্থতা ও তার দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ‘এই পাকিস্তানকে দেখা সত্যি কষ্টকর’- বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান শাহরিয়ার খান। ভেতরে-বাইরে দলের খোলনলচে বদলে ফেলার ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট অন্তঃপ্রাণ এই মানুষ। তবে ভাগ্য ভাল, পিসিবি বসের বক্তব্য, আপাতত টি২০ বিশ্বকাপ পর্যন্ত টিকে যাচ্ছেন আফ্রিদি। ‘এটা কেবল হতাশার নয়, পাকিস্তানকে এভাবে খেলতে দেখা সত্যি কষ্টকর অভিজ্ঞতা। দু’একটি ব্যক্তিগত উদাহরণ বাদে সার্বিক পারফর্মেন্স খুবই বাজে। এটা নিশ্চিত, এর জবাব দিতে হবে। অবশ্যই দায়ীদের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’ ক্ষুব্ধ কণ্ঠে বলেন শাহরিয়ার। শুক্রবার আনুষ্ঠানিকতার শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৫ উইকেটে ও নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের কাছে একই ব্যবধানে হারে আফ্রিদির দল। মাঝে জয় কেবল দুর্বল আরব আমিরাতের বিপক্ষে। এশিয়া কাপে অংশগ্রহণের আগে নিউজিল্যান্ড সফরে টি২০-ওয়ানডে দুই সিরিজেই কিউইদের কাছে নাস্তানাবুদ হয় পাকিস্তান। সব দেখে পরিবর্তন জরুরী বলে মনে করছেন শাহরিয়ার। পিসিবি বস বলেন, ‘নির্বাচন প্রক্রিয়া ও নেতৃত্বে পরিবর্তন জরুরী হয়ে পড়েছে। অবশ্যই আমাদের বিশেষভাবে ভাবতে হবে। নির্বাচন প্রক্রিয়া, কোচিং, এমন কি নেতৃত্বেও বদল আনতে হবে।’ দলটির প্রধান কোচ ওয়াকার ইউনুস, ছোট্ট পরিসরের নেতৃত্বে আফ্রিদি। ৮ মার্চ ভারতে শুরু টি২০ বিশ্বকাপের ষষ্ঠ আসর। মাঝে মাত্র কয়েকদিন, এই সময়ে অধিনায়ক পরিবর্তন বোকামি হবে বলেও মনে করেন তিনি। পিসিবি প্রধান বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচেই (১৬ মার্চ, বনাম কোয়ালিফাইং-১) দলে কিছু পরিবর্তন আনা হবে। তবে অন্যান্য পরিবর্তন আসবে টুর্নামেন্ট শেষ হলে।’ ইতোমধ্যে অবশ্য প্রক্রিয়া শুরু হয়েছে। মুস্তাক আহমেদের জায়গায় বোলিং কোচ করা হয়েছে আরেক সাবেক আজহার মেহমুদকে। বিশ্বকাপে ব্যাটিং পরামর্শক হিসেবে লঙ্কান তারকা কুমার সাঙ্গাকারাকে অন্তর্ভুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পিসিবি। তবে পরিস্থিতির বিচারে বড় চাপটা আফ্রিদির ওপর। দল হারছে, ব্যক্তিগত নৈপুণ্যেও প্রত্যাশা পূরণ করতে পারছেন না অভিজ্ঞ এই অলরাউন্ডার। সঙ্গে অনাহূত উল্টা-পাল্টা কথা বলে মাঠের বাইরেও নিজেই নিজের ওপর চাপ বাড়িয়েছেন টি২০ অধিনায়ক। এশিয়া কাপের শুরুতেই যিনি বলেছেন, পরিবার ও বন্ধুদের অনুরোধে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন! এ নিয়ে তখন ‘বিব্রত’ প্রকাশ করেন শাহরিয়ার। আর প্রধান নির্বাচক হারুণ রশিদ বলেন, দলে টিকে থাকতে হলে প্রত্যেককে পারফর্ম করতে হবে, এমন কি অধিনায়ককেও। অন্যদিকে নেতৃত্ব তো দূরের কথা আফ্রিদি একাদশে জায়াগা পাওয়ার যোগ্য নয় বলে মনে করেন গ্রেট জাভেদ মিয়াদাদ। তিনি বলেন, ‘আপনি কিভাবে এমন একজন খেলোয়াড়কে দলে রাখেন, যার ব্যাপারে কোন ধারণা নেই, সে পারফর্ম করবে কি না? ও কয়েক বছর আগেই দলে জায়গা পাওয়ার যোগ্যতা হারিয়েছে!’ তিন ম্যাচে ৩৬ বছর বয়সী আফ্রিদির পারফর্মেন্সÑ ব্যাট হাতে ২ রান, ১/২৪ ও (০, ১/২০)! ক্ষুব্ধ মিয়াদাদ আরও যোগ করেন, ‘কিভাবে ভাল করার আশা করবেন? যখন নির্ভর করা যায় না, এমন ক্রিকেটারকে বছরের পর বছর খেলিয়ে যাবেন। সে আবার অধিনায়ক! এই নির্বাচক কমিটি আর বাজে পারফর্ম করা খেলোয়াড়দের বাদ দিতে হবে।’ ১৯৯৬ সালে অভিষিক্ত আফ্রিদি তার দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডটা ধরে রেখেছিলেন প্রায় ১৮ বছর! ১৯৯৬ সালে ক্যারিয়ারে দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। ধুন্ধুমার ব্যাটিংয়ের জন্য ভক্তরা যাকে ‘বুম বুম’ নামে ডাকেন। আন্তর্জাতিক টি২০তে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড তারই দখলে। অথচ ক্যারিয়ার সায়াহ্নে সব কেমন এলমোলো!
×