ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যে কোন দলকেই হারাতে পারি ॥ তামিম

প্রকাশিত: ০৫:৫১, ৫ মার্চ ২০১৬

যে কোন দলকেই হারাতে পারি ॥ তামিম

মোঃ মামুন রশীদ ॥ এশিয়া কাপের অতীত রেকর্ড বলে বাংলাদেশের যে কোন ব্যাটসম্যানের চেয়ে এগিয়ে তামিম ইকবাল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তিনিই সবচেয়ে সেরা ওপেনার। এশিয়া কাপে দেশের পক্ষে সর্বাধিক রানেরও মালিক তিনি। তাই বাংলাদেশ দলের অন্যতম এবং অপরিহার্য মূল খেলোয়াড় তামিম। তবে তিনি নিজে এমনটা মনে করেন না। জাতীয় দলের সব খেলোয়াড়ই মূল বলে মনে করেন তিনি। এবার এশিয়া কাপে শুরু থেকে দলে ছিলেন না। পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরেও ভাল করতে পারেননি। কিন্তু ফাইনালে ভারতের বিরুদ্ধে নিজ দলকে ভাল একটি শুরু এনে দিতে চান তিনি। তামিম মনে করেন নিজেদের সেরা খেলা উপহার দিতে পারলে বিশ্বের যে কোন দলকেই হারাতে সক্ষম বাংলাদেশ দল। শুক্রবার মিরপুর জাতীয় একাডেমিতে বিকেলে অনুশীলনে নামার আগে এসব কথা বলেন তামিম। ভারতের বিরুদ্ধে এবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই হেরে যাত্রা শুরু করে বাংলাদেশ। কিন্তু এরপর টানা তিন জয় তুলে নিয়েছে টাইগাররা, উঠেছে ফাইনালে। তবে ভারত বর্তমানে বিশ্বের এক নম্বর টি২০ দল, তাই তাদের বিরুদ্ধে জেতাটা কঠিন হবে বলে মনে করেন তামিম। তিনি বলেন, ‘ভারত শক্তিশালী একটি দল। তাদের সঙ্গে যারাই প্রতিপক্ষ থাকে, তাদের ভিন্ন ধরনের অনুভূতি থাকাই স্বাভাবিক। ওরা এশিয়া কাপে ভাল ক্রিকেট খেলছে। সেই সঙ্গে আমরা খুব ভাল ক্রিকেট খেলেছি। শেষ তিনটি ম্যাচে আমরা অনেক ভাল ক্রিকেট খেলেছি। ফাইনালে যে কোন কিছুই হতে পারে। যে দল ভাল ক্রিকেট খেলবে তারাই জিতবে।’ ভারতকে সর্বশেষ বার দেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু এবার টি২০ ফরমেট। ক্ষুদ্রতম সংস্করণের এ ক্রিকেটে দুর্দান্ত দল ভারত। কিন্তু বাংলাদেশ দলও আত্মবিশ্বাসী তাদের বিরুদ্ধে ফাইনালে নামার আগে। এ বিষয়ে তামিম বলেন, ‘একটি জিনিস নিশ্চিত, ভারতের সঙ্গে আমাদের জিততে হলে তিন বিভাগেই সেরা ক্রিকেট খেলতে হবে। এই তিন বিভাগে আমাদের অনেক শক্তিশালী থাকতে হবে। কারণ প্রথম ম্যাচে ওরা খুব বাজে অবস্থা থেকে ফিরে এসে ম্যাচ জিতেছে। ওদের সেই দক্ষতা আছে। ওই ভুলগুলো আমরা কম করলে সবকিছুই সম্ভব। একটা জিনিস আমরা বিশ্বাস করি, একটা দল যতোই শক্তিশালী হোক না কেন, আমরা যদি আমাদের মতো খেলি, তাহলে আমরা যে কোন দলকেই হারাতে পারি। যা আমরা প্রমাণ করেছি। ভারতের সর্বশেষ সিরিজে তাদের আমরা হারিয়েছি।’ সাম্প্রতিক সময়ে টি২০ ক্রিকেটে দারুণ ফর্মে আছেন তামিম। পাকিস্তান সুপার লীগ (পিএসএল) টি২০ আসরে রানের ফুলঝুরি ছুটেছে তার ব্যাট দিয়ে। ৫ ম্যাচ খেলে তিনি তিনটি অর্ধশতকসহ করেছেন ৫৩.৪০ গড়ে ২৬৭ রান। সর্বোচ্চ ৮০ রানের অপরাজিত ইনিংসও আছে। সে কারণে বাড়তি আত্মবিশ্বাস আছে। কিন্তু প্রথম ম্যাচে ভাল করতে পারেননি। আউট হয়েছেন মাত্র ৭ রান করেই। এ বিষয়ে তামিম বলেন, ‘আমি চেষ্টা করব যে ভাল ফর্মে আমি আছি সেটা জাতীয় দলের জন্য করতে। শেষ ম্যাচে একটু বেশি নার্ভাস ছিলাম। ব্যাটসম্যান হিসেবে যখন ১০-১২ দিনের বিরতি থাকে। ওখান থেকে এসে খেলাটা একটু কঠিন। একটি জিনিস ভাল হয়েছে ফাইনালের আগে ২-৩টি অনুশীলন সেশন আমরা পাচ্ছি। যদি সবকিছু ঠিক থাকে তবে ওটা আমার দিন হবে। আমি চেষ্টা করবো আমার সামর্থ্য অনুযায়ী খেলার। পিএসএল অবশ্যই অনেক আত্মবিশ্বাস দিয়েছে। আপনি যে লীগেই খেলেন না কেন, যদি রান করতে পারেন তাহলে আপনি অবশ্যই আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।’ ভারতীয় বোলাররাও এবার অনেক ভাল বোলিং করছে। তবে বাংলাদেশের বোলারদের নৈপুণ্যে দারুণ তুষ্ট তামিম প্রতিপক্ষকে মোকাবেলার বিষয়ে বলেন, ‘আমি বিশেষ কারও নাম বলব না। তারা প্রত্যেকেই ভাল বোলার। ভারতের সবাই দুর্দান্ত ব্যাটসম্যান। আমরা আমাদের নিয়েই ভাবছি। আমি ওপেনিং করি। আমার কাজ দলকে শুরুটা ভাল এনে দেয়া। এ ধরনের টুর্নামেন্টে ওপেনারদের দায়িত্বটা বড়। কারণ প্রতিপক্ষ সব সময়ই চায় শুরুতেই উইকেট নিতে। আগে ব্যাটিং করলে যদি ভাল একটা স্কোর করি, তাহলে ভাল কিছুই হবে। কারণ আমাদের বোলাররা এই টুর্নামেন্ট সবমিলিয়ে খুব ভাল খেলছে।’ এশিয়া কাপে দেশের হয়ে সর্বাধিক ৫২৪ রান করেছেন। তাকেই মূল খেলোয়াড় বলা হলেও তামিম সেটা মানতে নারাজ। তিনি বলেন, ‘আমি সেটা মনে করি না। আমি নই, আমাদের দলের সবই মূল খেলোয়াড়। টি২০ বিশ ওভারের খেলা। তবে আমি মনে করি এটা দুই ওভারের খেলা। ব্যাটিংয়ে যদি ১৫ রানের দুটি ওভার পাওয়া যায় কিংবা বোলিংয়ে যদি দুই ওভারে দুটি করে উইকেট নেয়া যায় তাহলেই ম্যাচ বদলে যেতে পারে। এটা যারা করতে পারবে, বাংলাদেশ বা ভারত; তারাই জিতবে।’
×