ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাস্তবের আদু ভাই...

প্রকাশিত: ০৫:৩৬, ৫ মার্চ ২০১৬

বাস্তবের আদু ভাই...

সপ্তম শ্রেণী পাস করতে আদু ভাইয়ের সেই চেষ্টার কথা সবাই জানে। গল্পের আদু ভাই বার বার চেষ্টা করেও অষ্টম শ্রেণীতে উঠতে পারছিলেন না। শেষে পাস করতে না পারলে পড়ালেখা বন্ধ হয়ে যাবে বলে হুমকি দেন আদুর বউ। সেই হুমকির পর প্রাণপণ চেষ্টা করে প্রমোশন পেয়েছিলেন ছেলের সঙ্গে। স্বীকৃতিও মিলেছিল। কিন্তু অতিরিক্ত পরিশ্রমের কারণে মারা যান আদু। ফলে অষ্টম শ্রেণীতে আর পড়া হয়নি তার। তবে আমাদের বাস্তবের আদু ভাইয়ের নাম শিবচরণ যাদব। বয়স ৭৭। বাসস্থান ভারতের রাজস্থান রাজ্যের আলওয়াই জেলার কোহারি গ্রামে। দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে পরীক্ষা দিয়েছেন ৪৬ বার। তবে গল্পের আদু ভাইয়ের মতো পাস জোটেনি ভাগ্যে। এরপরও তিনি নাছোড়বান্দা। এবার ৪৭তম বারের মতো পরীক্ষায় বসছেন তিনি। আগামী ১০ মার্চ সে পরীক্ষা হতে চলেছে। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়াকে শিবচরণের বলেন, ‘আমি প্রথমবার পরীক্ষা দেই ১৯৬৮ সালে। ওই বছর ফেল করি। প্রতিবারই কিছু বিষয়ে পাস করি, আবার অন্যগুলোতে ফেল করি। উদাহরণ হিসেবে বলা যায়, আমি যদি গণিত ও বিজ্ঞানে পর্যাপ্ত নম্বর পাই, তবে হিন্দি ও ইংরেজীতে ফেল। এ বছর আমি সবগুলোতে পাস করার আশা করছি।’ শিবচরণ বলেন, ২১ বছর আগে ১৯৯৫ সালে তিনি প্রায় পাস করেই ফেলেছিলেন। সে বছর শুধু গণিতে ফেল করেন তিনি। তিনি বলেন, ৩০ বছর ধরে আমি উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়িতে আছি। সরকারের দেয়া বয়স্ক-ভাতা এবং নিকটবর্তী মন্দিরের প্রাসাদ খেয়ে একরকম আছি। খবরে বলা হয়, রাজস্থান মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে গত বছর ৪৬ বারের মতো দশম শ্রেণীর পরীক্ষায় বসেন শিবচরণ। ওই যাত্রায়ও কৃতকার্য হতে পারেননি তিনি। তবে গত বছর একটি বিষয়ে পাস করতে পেরেছেন। সামাজিক বিজ্ঞান পরীক্ষায় তিনি ৩৪ নম্বর পেয়েছেন। এর আগের বছর ২০১৪ সালে একই পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে তিনি শূন্য পেয়েছিলেন। গত বছর অন্যান্য বিষয়ে তার নম্বর ছিল খুবই কম। তিনি হিন্দি পান ৩, ইংরেজীতে শূন্য, গণিতে ৯ ও সংস্কৃতে ৭। ২০১৪ সালে হিন্দিতে ২৭, ইংরেজীতে ৪, সামাজিক বিজ্ঞানে শূন্য, গণিতে ৮ ও সংস্কৃতে ৭ পেয়েছিলেন। বার বার অনুত্তীর্ণ হওয়ার পরও পরীক্ষা দেন কেন জানতে চাইলে শিবচরণ বলেন, যৌবনে করা শপথ রক্ষা করতেই তিনি এ কাজ করে যাচ্ছেন। কিন্তু কী এমন ছিল তাঁর শপথে? উত্তরে শিবচরণ বলেন, দশম শ্রেণী পাস না করলে তিনি বিয়ে করবেন না। কিন্তু দশম শ্রেণী পাস হয়নি; বিয়েও হয়নি। তাই এই বৃথা চেষ্টা করে লাভ কী? এর উত্তরে সাবলীল ভাষায় শিবচরণ বলেন, এখন বিয়ের সুযোগ নেই, তাই আমি পরীক্ষা দিয়ে বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা করছি। -ইন্ডিয়া টাইমস অবলম্বনে।
×