ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁ হাসপাতালের সেপটিক ট্যাঙ্ক থেকে গ্রেনেড ও গুলি উদ্ধার

প্রকাশিত: ০৫:৩৪, ৫ মার্চ ২০১৬

নওগাঁ হাসপাতালের সেপটিক ট্যাঙ্ক থেকে গ্রেনেড ও গুলি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৪ মার্চ ॥ শুক্রবার জুমার নামাজের সময় নওগাঁ সদর হাসপাতালের সেপটিক ট্যাঙ্ক থেকে ৭টি হ্যান্ড গ্রেনেড, ৪৭ রাউন্ড গুলি ও শোল্ডারে পাঞ্জাব রেজিমেন্ট লেখা মনোগ্রাম উদ্ধার করেছে পুলিশ। নওগাঁ সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাই লাল সরকার ও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে এগুলো উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে হাসপাতালের পেছনের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে এগুলোর সন্ধান পায় পরিচ্ছন্ন কর্মী। এরপর পুলিশে খবর দেয়া হয়। থানার ওসি জানান, এগুলো বেশ পুরনো। এই হাসপাতাল চত্বরে ’৭১ সালে পাকি হানাদার বাহিনীর যে ক্যাম্প ছিল, তারাই আত্মসমর্পণের আগে এগুলো ওই সেপটিক ট্যাঙ্কে ফেলে রেখেছিল বলে এলাকার প্রবীণরা ধারণা করছেন। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।
×