ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিলেটে ইভটিজিংয়ের বিচার নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ০৫:৩৪, ৫ মার্চ ২০১৬

সিলেটে ইভটিজিংয়ের  বিচার নিয়ে  সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের কানাইঘাটে মোবাইল কোর্টে ইভটিজিংয়ের বিচারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুদু মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার কানাইঘাটের লক্ষ্মীপাশা ইউনিয়নের কুওরঘড়ি গ্রামের সাবাব উদ্দিনকে ইভটিজিংয়ের দায়ে তিন মাসের কারাদ- প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর একই গ্রামের বাসিন্দা দুদু মিয়া ও রাকিব আলীর মধ্যে বাকবিত-া বাঁধে। দুদু মিয়া ও রাকিব আলী সম্পর্কে চাচা-ভাতিজা। সাবাব উদ্দিনের শাস্তির জন্য দুদু মিয়ার ভাতিজা রাকিব আলীকে দোষারোপ করতে থাকেন। এ নিয়ে তর্কবির্তকের একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। গুরুতর আহত দুদু মিয়াকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×