ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে রেলের পরীক্ষা দিতে আসা প্রার্থীদের ওপর লাঠিচার্জ, ট্রেন অবরোধ

প্রকাশিত: ০৫:৩৪, ৫ মার্চ ২০১৬

রাজশাহীতে রেলের  পরীক্ষা দিতে আসা প্রার্থীদের ওপর লাঠিচার্জ, ট্রেন অবরোধ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী রেলওয়ের বিভিন্ন পদে পরীক্ষা দিতে আসা প্রার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন আহত হয়েছেন। বেলা আড়াইটার দিকে পরীক্ষা শেষে প্রার্থীরা রেলস্টেশনে এসে ট্রেনে উঠার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে পরীক্ষার্থী ও ট্রেনযাত্রীরা রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেন অবরোধ করে রাখে। ফলে নির্ধারিত সময়ের ৪২ মিনিট পর ট্রেনটি ছেড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে কয়েক হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে আসেন। এর মধ্যে খুলনা বিভাগ থেকেও বিপুল পরিমাণ প্রার্থী আসেন। পরীক্ষা শেষে খুলনা বিভাগের পরীক্ষার্থীরা বাড়ি ফেরার জন্য দুপুর দুইটায় কপোতাক্ষ ট্রেনের টিকেট কিনেন। তবে ট্রেনের আসন সংখ্যার চেয়ে কাউন্টার থেকে অন্তত ৩০০ অতিরিক্ত টিকেট বিক্রি করা হয়। ওই টিকেটধারী যাত্রীরা ট্রেনে উঠার পরে প্রত্যেকটি বগিতে উপচেপড়া ভিড় সৃষ্টি হয়। অনেকে টিকেট কেটেও সিট না পেয়ে হট্টগোলা শুরু করে। যশোর থেকে আসা দবির উদ্দিন নামের এক যাত্রী জানান, ট্রেন ছাড়বে এ সময় রেলওয়ে পুলিশ গিয়ে অতিরিক্ত যাত্রীদের নামিয়ে দেয়ার চেষ্টা করে। এতে যাত্রীরা আপত্তি তুললে পুলিশ সমানে লাঠিচার্জ শুরু করে। প্রতিবাদে যাত্রীরা ট্রেন থেকে নেমে রেললাইনে গিয়ে দাঁড়িয়ে ট্রেন অবরোধ করে। পরে স্টেশনের উর্ধতন কর্মকর্তারা পরবর্তী ট্রেনে অতিরিক্ত বগি লাগিয়ে ওই যাত্রীদের নিয়ে যাওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা শান্ত হন। এরপর দুপুর দুইটা ৪২ মিনিটে ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়। খুলনা থেকে আসা যাত্রী সেলিম রেজা বলেন, তিনি টিকেট অনুযায়ী সিট পেয়েছিলেন। কিন্তু সেখান থেকেও পুলিশ তাকে লাঠিচার্জ করে নামিয়ে দেয়। এতে তিনি সামান্য আহত হন। পরে স্টেশন কর্মকর্তারা টিকেটের টাকা ফেরত অথবা পরবর্তী ট্রেনে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর আশ্বাস দেয়। তবে বিকেল ৪টা পর্যন্ত ওই যাত্রীদের কোন ব্যবস্থা করেনি রেলওয়ে কর্তৃপক্ষ। এ নিয়ে যাত্রীদের মাঝে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজশাহী রেলস্টেশনের মাস্টার আনিসুর রহমান বলেন, যেসব যাত্রী টিকেট কেটেও গন্তব্যে যেতে পারেননি, তাদের পরবর্তী ট্রেনে নিয়ে যাওয়া হবে।
×