ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কালিয়াকৈরে এটিএম বুথ লুটের ঘটনায় গ্রেফতার ২

প্রকাশিত: ০৫:২৭, ৫ মার্চ ২০১৬

কালিয়াকৈরে এটিএম বুথ লুটের ঘটনায়  গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৪ মার্চ ॥ গাজীপুরের কালিয়াকৈরে ডাচ্্ বাংলা ব্যাংকের এটিএম বুথে লোড করার সময় টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শুক্রবার দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা লুটের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। গ্রেফতারকৃতরা হলো- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়ার চালা এলাকার জয়নাল আবেদীনের ছেলে মিন্টু মিয়া (৩২) ও খুলনা জেলার পাইকগাছা থানার গদাডাঙ্গা গ্রামের রুহুল আমিন মোল্লার ছেলে লাবলু মোল্লা ওরফে নাঈমুল ওরফে ইমন (২৯)। এদিকে পুলিশ বুথের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে লাঠি হাতে ৩ দুর্বৃত্তকে ট্রাঙ্ক নিয়ে যাওয়ার ছবি চিহ্নিত করেছে। তবে ওই তিন দুর্বৃত্তের নাম পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে টাকা লুটের ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ‘মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেড’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ আবজালুল আবেদীন বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ১ কোটি ৮৩ লাখ ২১ হাজার ৫শ’ টাকা লুটের অভিযোগ করা হয়েছে। বুধবার দিবাগত রাতে কালিয়াকৈরে টাকা লুটের ঘটনার পরদিন ময়মনসিংহ থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাঙ্ক দু’টি উদ্ধার হলেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত লুণ্ঠিত টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব জানান, গাজীপুরের কালিয়াকৈরে ডাচ্্ বাংলা ব্যাংকের এটিএম বুথের প্রায় দু’কোটি টাকা লুটের ঘটনায় পুলিশ বুথের দুই নিরাপত্তা কর্মী এবং বুথে টাকা লোড দিতে আসা ‘মানি প্ল্যান্ট প্রাইভেট লিমিটেডের’ ৭ নিরাপত্তা কর্মীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেয়া তথ্য ও বিভিন্ন সূত্র ধরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শুক্রবার ভোরে গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ড বাজার এলাকা হতে লাবলু মোল্লা ওরফে নাঈমুল ওরফে ইমনকে (২৯) এবং কালিয়াকৈরের রাখালিয়ার চালা এলাকা হতে মিন্টু মিয়াকে (৩২) শুক্রবার ভোরে আটক করা হয়। জিজ্ঞাসাবাদকালে ওই দুই যুবক ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মিন্টু পুলিশকে জানায়, টাকা লুটের পর দুর্বৃত্তরা টাকাভর্তি ট্রাঙ্ক দু’টি একটি পিক আপ ভ্যানে নিয়ে কালিয়াকৈরের মৌচাক ও জামালপুর হয়ে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের গজারী বনে যায়। সেখানে ট্রাঙ্ক ভেঙ্গে টাকা ভাগাভাগি করে নেয়ার পর ট্রাঙ্ক দু’টি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফেলে আসে। এদিকে এটিএম বুথের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে লাঠি হাতে ৩ দুর্বৃত্তকে ট্রাঙ্ক লুট করে নিয়ে যাওয়ার ছবি চিহ্নিত করা হয়েছে। তবে ওই তিন দুর্বৃত্তের নাম পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, ডাচ্্ বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা সরবরাহ ও লোড করার দায়িত্বে রয়েছে নিরাপত্তা ও এটিএম ব্যবস্থাপনা সেবাদানকারী প্রতিষ্ঠান ‘মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেড’। ঘটনার ব্যাপারে বুথের দুই নিরাপত্তা কর্মী এবং বুথে টাকা লোড দিতে আসা ‘মানি প্ল্যান্ট প্রাইভেট লিমিটেডের’ ৭ নিরাপত্তা কর্মীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তারা অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য দিচ্ছে। এমনকি লুণ্ঠিত টাকার পরিমাণ ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন রকম বলছে। এতে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে- টাকা লুটের ঘটনায় ‘মানি প্ল্যান্ট প্রাইভেট লিমিটেডের’ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীরা জড়িত। নতুবা তাদের কাছে একাধিক বন্দুক থাকা সত্ত্বেও ঘটনার সময় নিরাপত্তা কর্মীরা তা কেন ব্যবহার করেনি বা বাধা দেয়নি। এ ব্যাপারে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া ঘটনার পর পরই পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাঙ্ক দু’টি ও একটি এটিএম কার্ড ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার আছিম পাটুলী ইউনিয়নের বাঁশধি কড়ইতলা এলাকার মামুনের পুকুরের পাড় থেকে উদ্ধার হলেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত লুণ্ঠিত টাকা উদ্ধার করা যায়নি। অন্যদিকে কালিয়াকৈর থেকে লুট হওয়া ট্রাঙ্ক ও এটিএম কার্ড ময়মনসিংহ থেকে উদ্ধার হলেও পুলিশ এ ঘটনায় গাজীপুরের কোনাবাড়ি, বোর্ডবাজার ও ঢাকার আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান ও তল্লাশি চালিয়েছে।
×