ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বামী-শ্বশুর পলাতক

যৌতুকের দাবিতে সাতক্ষীরায় নববধূকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:২৬, ৫ মার্চ ২০১৬

 যৌতুকের দাবিতে  সাতক্ষীরায়   নববধূকে  পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে এক নববধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে তার মৃতদেহটি হাসপাতালের জরুরী বিভাগে ফেলে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ জান্নাতুল ফেরদৌস (১৮) কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের শেখপাড়া এলাকার রফিক শেখের মেয়ে। সে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল। নিহতের ভাই নাজমুল হাসান জানান, মাত্র দেড় মাস আগে শ্যামনগর উপজেলা সদরের চন্ডিপুর গ্রামের বাদশা সরদারের ছেলে রফিকুল ইসলামের সঙ্গে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে প্রায়ই তাকে নির্যাতন করত। বিয়ের সময় প্রয়োজনীয় জিনিসপত্র দেয়ার পরও সম্প্রতি তার স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন তার উপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে তার বোনকে পিটিয়ে হত্যার পর সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে শ্যামনগর হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এর পর তার মৃতদেহ ফেলে স্বামী রফিকুলসহ তার শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে অজ্ঞাত একটি ফোন পেয়ে তারা হাসপাতালে পৌঁছে দেখেন তার বোন মারা গেছে এবং তার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. গোপাল বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাতে নিহতের স্বামী পরিচয় দানকারী রফিকুল ইসলামসহ কয়েকজন এক গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসেন এবং গলায় দড়ি দিয়েছে বলে জানান। ডা. গোপাল বিশ্বাসের দাবি- ওই গৃহবধূকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ এএসপি সার্কেল মীর মনির হোসেন নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে স্বীকার করে জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের নানা নূরমোহাম্মদ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
×