ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অভিযুক্ত মা জেসমিন পাঁচদিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫:২৩, ৫ মার্চ ২০১৬

অভিযুক্ত মা জেসমিন পাঁচদিনের রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ বনশ্রীতে ভাই-বোন হত্যা মামলায় মা মাহফুজা মালেক জেসমিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট ¯িœগ্ধারানী চক্রবর্তী গতকাল শুক্রবার জামিনের আবেদন নাকচ করে এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর রামপুরা থানার ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরণও রিমান্ড মঞ্জুর চেয়ে শুনানি করেন। তবে আসামি পক্ষের এ্যাডভোকেট শাফায়েত আলী জামিন আবেদন করে শুনানি করেন। রিমান্ড শুনানিকালে আসামি নীরব ছিলেন। শুনানির আগে আসামি জেসিমনকে বিচারক খাসকামরায় ডেকে নেন। আদালত সূত্র জানায়, সেখানে বিচারক আসামি শারীরিকভাবে সুস্থ কিনা জানতে চান। তখন আসামি শারীরিকভাবে সুস্থ বলে জানান। তবে শিশুদের হত্যার সময় তার মাথাব্যথা ছিল বলে তিনি বিচারককে বলেন। গত ২ মার্চ আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আলামতের রাসায়নিক পরীক্ষার এই অনুমতি প্রদান করেন। আলামতগুলো হচ্ছে, ব্যবহৃত চাদর, বালিশের কাভার, টিস্যু ও কম্বল এবং বাসায় পাওয়া চাইনিজ খাবার ও একটি বোতলে সংরক্ষিত পানি। ঘটনার পর বুধবার শিশুদের মা-বাবা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব জামালপুর থেকে আটক করে ঢাকায় নিয়ে আসে। এরপর জিজ্ঞাসাবাদে মা মাহফুজা মালেক সন্তানদের হত্যার কথা স্বীকার করেন। পরে বৃহস্পতিবার রাতে বাবা আমানউল্লাহ স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। বনশ্রীতে গত ২৯ ফেব্রুয়ারি রাতে দুই ভাইবোনের রহস্যজনক মৃত্যু হয়। নুসরাত আমান (১২) ও আলভী আমানের (৬) লাশ গত মঙ্গলবার রাতে গ্রামের বাড়ি জামালপুরে দাফন করা হয়। তাদের মা-বাবা আগেই সেখানে চলে যান। দুই সন্তানের মরদেহ মর্গে রেখে মা-বাবার গ্রামের বাড়িতে চলে যাওয়ায় এবং মামলা না করায় এ ঘটনা নিয়ে রহস্য ঘনীভূত হয়। ঘটনার পর স্বজনেরা দাবি করেন, রেস্তরাঁর খাবার খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর চিকিৎসকেরা জানান, শিশু দুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নুসরাত ভিকারুন নিসা নূন স্কুল এ্যান্ড কলেজের (প্রধান শাখা) পঞ্চম শ্রেণীতে পড়ত। হলি ক্রিসেন্ট (ইন্টারন্যাশনাল) স্কুল এ্যান্ড কলেজের নার্সারিতে পড়ত আলভী।
×