ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৮, ৫ মার্চ ২০১৬

টুকরো খবর

মহাসড়কে যানজট স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মেঘনা-গোমতী সেতুর ওপর কাভার্ডভ্যান বিকল হওয়ায় শুক্রবার দীর্ঘ যানজট হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়ে হাজারও মানুষ। পুলিশ জানায়, জামালদি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ৮ কিলোমিটার এলাকাজুড়ে এ যানজটের সৃষ্টি হয়। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয় এ যানজট, চলে দুপুর পর্যন্ত। বিকেলে কমতে থাকে। সিরাজদিখানে বন্যা আশ্রয় কেন্দ্র স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ উপজেলার শেখরনগরে বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি ফলক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে এর ফলক উন্মোচন করেন সুকুমার রঞ্জন ঘোষ এমপি। দুর্যোগ ব্যবস্থপনা অধিদফতরের নিয়ন্ত্রণাধীন বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় এটি নির্মাণ করা হচ্ছে। প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে- ৯৭ লাখ ২০ হাজার টাকা। টঙ্গীবাড়িতে জখম ৪ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও গ্রামে শুক্রবার কুপিয়ে চারজনকে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় আফজাল হোসেন এবং আবু সহিদ বেপারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আবু ছামাদ বেপারীর সঙ্গে প্রতিবেশী আফজাল হোসেন গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবু ছামাদ লোকজন নিয়ে রামদা, লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে প্রতিপক্ষের আফজাল হোসেন, আবু সহিদ বেপারী, সালমা বেগম ও এসহাক বেপারীকে কুপিয়ে গুরুতর জখম করে। ভোমরায় পেঁয়াজ জব্দ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ১০ হাজার কেজি (৩শ’ তিন বস্তা) ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে বিজিবি। শুক্রবার সকালে বন্দরের বাশকল চেকপোস্ট থেকে পেঁয়াজ জব্দ করা হয়। জব্দকৃত পেঁয়াজের মূল্য তিন লাখ টাকা। আমদানি করা এলসির কাগজপত্র থেকে অতিরিক্ত হিসাবে এগুলো আনার অভিযোগে জব্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। তিন মাদক বিক্রেতা আটক নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৪ মার্চ ॥ হাজীগঞ্জ উপজেলার বলাখাল থেকে মাদক বিক্রিকালে ইকবাল হোসেন, সাজু মোল্লা ও মফিজুল ইসলামকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে চাঁদপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি) এদের ইয়াবাসহ গ্রেফতার করে। জাটকা জব্দ নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৪ মার্চ ॥ মেঘনা মোহনায় যাত্রীবাহী লঞ্চ থেকে ২শ’ ৮০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। শুক্রবার বিকেলে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে জব্দকৃত জাটকা গরিব, অসহায় ও এতিমখানায় বিতরণ করা হয়। বৃহস্পতিবার রাতে কোস্টগার্ডের টহল সদস্যরা দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এমভি জামাল-৩’ লঞ্চে তল্লাশি চালিয়ে জাটকাগুলো জব্দ করেন। ছাত্র হত্যায় আটক দুই স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ায় কলেজছাত্র খুনের ঘটনায় নিহতের মা মুজিবুনেচ্ছা বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে শুক্রবার সকালে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বরইতলীতে দা বাহিনীর প্রধান মুছা কাক্কার নেতৃত্বে হামলা ও উপর্যুপরি ছুরিকাঘাতে কলেজছাত্র মোরশেদ আলীকে হত্যা করে সন্ত্রাসীরা। শুক্রবার ভোরে হত্যাকা-ে জড়িত অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হচ্ছে- বরইতলী চাঁন্দের বাপেরপাড়ার আহমদুর রহমানের পুত্র শাহাবউদ্দিন ও আনোয়ার হোসেনের পুত্র নেজাম উদ্দিন। ছয় ছিনতাইকারী আটক নিজস্ব সংবাদদাতা, সাভার, ৪ মার্চ ॥ আশুলিয়ায় ৬ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়া থানাধীন নবীনগর বাসস্ট্যান্ড থেকে এক কেজি গাঁজা ও ২ গ্রাম হেরোইনসহ তাদের আটক করে র‌্যাব-৪ এর সাভার নবীনগর ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলো- মিজানুর রহমান, শাওন, ফারুক হোসেন, সুজন, আইয়ুব আলী ও আমিনুল ইসলাম। প্রার্থী পরিবর্তন দাবিতে নাসিরনগরে মানববন্ধন স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, নাসিরনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে হরিপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি ফারুক মিয়ার বিরুদ্ধে রাজাকারের সন্তান অভিযোগ এনে দলীয় মনোনয়ন দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদসহ কয়েকটি সংগঠন। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার হারুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ, মুক্তিযোদ্ধা তাজ উদ্দিন, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক জিয়া কান্দার প্রমুখ।
×