ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিইউর আরবান ল্যাবের গবেষণা ফল উপস্থাপন

প্রকাশিত: ০৪:০৭, ৫ মার্চ ২০১৬

বিইউর আরবান  ল্যাবের গবেষণা  ফল উপস্থাপন

বেসরকারী পর্যায়ে স্থাপিত দেশের প্রথম আরবান গবেষণা ল্যাব বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) ছাত্র-ছাত্রীদের কাছে উপস্থাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঢাকার মোহাম্মদপুরে ইউনিভার্সিটির আরবান ল্যাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউর ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান। সভাপতিত্ব করেন বিইউর বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ইঞ্জিঃ এম.এ. গোলাম দস্তগীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি ডাইরেক্টর (টেকনিক্যাল) কাজী তাইফ সাদাত। -বিজ্ঞপ্তি ঝিনাইদহে তিন অপহরণকারী আটক নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৪ মার্চ ॥ ঝিনাইদহের হরিণাকুন্ডে শুক্রবার সকালে সাইফুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীকে মাইক্রেবাসে তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ৩ অপহরণকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা। সেসময় তাদের কাছ থেকে ১টি দোনলা বন্দুক ও ১৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। অপহরণকারীরা হলো, কুষ্টিয়া সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের জাহান আলীর ছেলে ফিরোজুর রহমান ওরফে ছলেমান, ভাদালিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে সেলিম হোসেন ও স্বস্তিপুর গ্রামের মুনসুর আলীর ছেলে সাইদুল ইসলাম। ভৈরবে অস্ত্রসহ পাঁচ ডাকাত আটক নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ৪ মার্চ ॥ বৃহস্পতিবার গভীর রাতে ভৈরবের পাওয়ার হাউস এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ এলাকার কুখ্যাত ডাকাত ও ছিনতাইকারী এবং প্রত্যেকের নামে ভৈরব থানায় একাধিক অস্ত্র, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। সড়ক উদ্বোধন সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ৪ মার্চ ॥ শুক্রবার দেড় কোটি টাকা ব্যয়ে এলজিইডির তত্ত্বাবধায়নে ও অর্থায়নে নির্মিত ৩ হাজার মিটার তিনটি নতুন এইচবিবি ও এলজিইডির রাস্তা উদ্বোধন করেন সংসদ সদস্য মোঃ আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহসভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মৃধা পিকুল, উপজেলা প্রকৌশলী মোঃ আযহারুল ইসলাম ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা। হীরক জয়ন্তী উৎসব নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৪ মার্চ ॥ শুক্রবার মাগুরা সরকারী হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী কলেজের ৭৫ বছর পূর্তিতে হীরক জয়ন্তী উৎসব হয়েছে। সকালে কলেজ ক্যাম্পাস থেকে শহরে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের সমন্বয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন বয়সের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা অংশ নেন। এ সময় বাঁশি ও বাদ্যের তালে মুখরিত হয় গোটা শহর। র‌্যালি শেষে স্মৃতিচারণ, আলোচনা সভা, আড্ডা, প্রাক্তন শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চবি’র অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী আজ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বর্ণাঢ্য আয়োজনে সুবর্ণজয়ন্তী উৎসব পালন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ। এ উপলক্ষে আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ দিনব্যাপী কর্মসূচী আয়োজন করা হয়েছে। উৎসবে দেশবরেণ্য কয়েকজন অর্থনীতিবিদসহ অর্থনীতি বিভাগের প্রায় তিন হাজার সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসাইন জানান, ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগ হিসেবে অর্থনীতি বিভাগের যাত্রা শুরু। এ বছর অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি হতে চলেছে। বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে। দেশবরণ্য কয়েকজন অর্থনীতিবিদসহ বিভাগের সাবেক ৩ হাজার শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
×