ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষকের অশালীন আচরণ রাজশাহী কলেজ হোস্টেলে বিক্ষোভ, ঘেরাও

প্রকাশিত: ০৪:০৭, ৫ মার্চ ২০১৬

শিক্ষকের অশালীন আচরণ রাজশাহী কলেজ হোস্টেলে বিক্ষোভ, ঘেরাও

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী কলেজ হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের প্রতিবাদে বিক্ষোভ করেছে আবাসিক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কলেজের মুসলিম হোস্টেলে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের বাসভবনও ঘেরাও করে। এ সময় তারা অভিযুক্ত শিক্ষক আব্দুর রাজ্জাকের শাস্তি দাবি করেন। একইসঙ্গে হোস্টেলের অব্যবস্থাপনা দূর করার দাবি জানান। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১০টার দিকে কলেজ অধ্যক্ষ পরিস্থিতি শান্ত করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, রাজশাহী কলেজে মুসলিম হোস্টেলের এসি ও নিউব্লকে গত তিনদিন ধরে বিদ্যুতহীন হয়ে পড়ে। বিষয়টি হোস্টেলের সুপারসহ কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শিক্ষক আব্দুর রাজ্জাককে অবহিত করা হয়। তবে ওই শিক্ষক কোন ব্যবস্থা না নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ করেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাত সাড়ে নয়টার দিকে মুসলিম হোস্টেলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। সাতক্ষীরা সীমান্তে ১৬ বাংলাদেশী আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে নারী-শিশুসহ ১৬ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭ নারী, ৭ জন পুরুষ ও দুইজন শিশু । এদের সবারই বাড়ি খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে। আটককৃতরা জানান, তারা কাজের সন্ধানে ভারতে গিয়েছিল। দেশে ফেরার পথে অবৈধভাবে প্রবেশের দায়ে বিজিবি তাদের আটক করে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সাভার, ৪ মার্চ ॥ আশুলিয়ায় একটি পিকনিক স্পটে বেলুন ফুলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে রবিউল ইসলাম (৩০) নামের এক বেলুন বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিউল রংপুর জেলার বিষ্ণুপুর এলাকার জমির উদ্দিনের ছেলে। সে সাভার পৌরসভার মালঞ্চ এলাকায় পরিবার নিয়ে ভাড়া থেকে বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করত। শুক্রবার দুপুরে আশুলিয়া থানাধীন তৈয়বপুর এলাকার ‘বর্ণচ্ছটা’ পিকনিক স্পটে এ ঘটনা ঘটে। স্বেচ্ছাশ্রমের সাঁকোতে চলাচল নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৪ মার্চ ॥ আমতলী উপজেলার পঁচাকোড়ালিয়া নদীর দুই তীরে ১৬৫ ফুট দৈর্ঘ্য বাঁশের সাঁকো। গত ৩০ বছর পূর্বে দুইপাড়ের মানুষ এ সাঁকোটি স্বেচ্ছাশ্রমের বিনিময়ে নির্মাণ করে। দুই উপজেলার কচুপাত্রা, চরকগাছিয়া, ঘোপখালী, বালিয়াতলী, হুলাটানা, কলারং ও পঁচাকোড়ালিয়া গ্রামের ১০ হাজার মানুষের পারাপারের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো। কৃষিযন্ত্র বিতরণ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৪ মার্চ ॥ কালকিনি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের বিভিন্ন প্রকল্পের উদ্যোগে কৃষকদের মাঝে ১২ পাওয়ার টিলার ও ৯০ হ্যান্ড স্প্রেয়ার, ল্যাপটপসহ কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা চত্বরে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম। উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীনের সভাপতিত্ব করেন।
×