ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাঙ্গাবালীতে ৪৫ দোকান লুট, ভাংচুর

প্রকাশিত: ০৪:০৬, ৫ মার্চ ২০১৬

রাঙ্গাবালীতে ৪৫ দোকান লুট, ভাংচুর

স্টাফ রিপোর্টার, গলাচিপা থেকে ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী, সমর্থক ও ক্যাডারদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮টা থেকে তিন ঘণ্টা ধরে ইউনিয়নের চরবেস্টিন ও নলুয়া বাজারে এ সংঘর্ষের সময়ে নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছে। আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুদার ভাড়াটে ক্যাডাররা ওই দুই বাজারের অন্তত ৪৫টি দোকান ভাংচুর ও লুট করেছে। দুটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে এবং আরও ১২টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। রাত এগারোটায় রাঙ্গাবালী থেকে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও এলাকার মানুষের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে। আহতদের মধ্যে নৌকা প্রতীকের সমর্থক সুমন, জামাল মাতবর ও সবুজসহ ৯ জনকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে এবং বাকিদের চরফ্যাশন ও গলাচিপার বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ হানিফ মিয়া ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাজমুল হুদার ক্যাডার ও সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী, প্রার্থী ও পুলিশ জানিয়েছে, এ সংঘর্ষের ঘটনাটি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাজমুল হুদা পূর্ব পরিকল্পিতভাবে ঘটিয়েছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ হানিফ মিয়া অভিযোগ করেন, ঘটনার সময়ে তিনি চরবেস্টিনে কর্মিসভা করে ৮/১০ কর্মী নিয়ে চরমোন্তাজ ফিরছিলেন। এ সময়ে নাজমুল হুদার দেড়-দু’শ’ ভাড়াটে ক্যাডার তার এবং সঙ্গীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তে খবরটি গ্রামে ছড়িয়ে পড়লে কয়েক হাজার গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছে ক্যাডারদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিনঘণ্টা ধরে দফায় দফায় ধরে চলে সংঘর্ষ। ভাড়াটে ক্যাডাররা যখনই সুযোগ পেয়েছে তখনই চরবেস্টিন ও নলুয়া বাজারে একের পর এক দোকান ভাংচুর ও লুট করেছে। এভাবে মোট ৪৫টি দোকান ভাংচুর ও লুট হয়েছে। শুক্রবার সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নারকীয় এ তা-বের দৃশ্য দেখেছেন। এখনও অধিকাংশ ভাংচুর ও লুটপাট করা দোকান একই ভাবে পড়ে আছে। ঘটনা প্রসঙ্গে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আরেফিন জানান, বিদ্রোহী প্রার্থী নাজমুল হুদা গলাচিপাসহ বিভিন্ন এলাকা থেকে দু’-আড়াই শ’ ভাড়াটে ক্যাডার এলাকায় জড়ো করেছিল এবং তাদের সংঘর্ষে ব্যবহার করেছে। তবে রাতেই ক্যাডাররা এলাকা ছেড়ে পালিয়েছে। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত থানায় কোন পক্ষ মামলা করেনি।
×