ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী শিশুসহ নিহত পাঁচ

প্রকাশিত: ০৪:০৫, ৫ মার্চ ২০১৬

সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী  শিশুসহ নিহত পাঁচ

জনকণ্ঠ ডেস্ক ॥ ভ্যান চাপায় মুন্সীগঞ্জে আরোহী, দিনাজপুরে চালক, নেত্রকোনায় শিশু, রূপগঞ্জে ব্যবসায়ী, নারায়ণগঞ্জে নারী শ্রমিক নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী জীবন প্রধান (৪৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার সকালে গজারিয়া উপজেলার জামালদি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় করিমা খাঁ ওসডার একাডেমি স্কুলের সহকারী শিক্ষক জীবন প্রধান স্থানীয় এক বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সকালে মোটরসাইকেলে করে ক্লাসে যাওয়ার পথে একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দিনাজপুর ॥ শুক্রবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর নিতাইশাহ মোড়ে বগুড়া থেকে স্বপ্নপুরীগামী পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন ভ্যান চালক মেহেদুল ইসলাম (৪৫)। নিহত মেহেদুল ঘোড়াঘাট উপজেলার লালবাগ গ্রামের সিরাজুল ইসলামের পুত্র। নেত্রকোনা ॥ নেত্রকোনা-আটপাড়া সড়কের পঞ্চাননপুর (হরগাতি) এলাকায় শুক্রবার সকালে অটোরিক্সার চাপায় রূপালী আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার ওই গ্রামের নূর মোহাম্মদ রবিনের মেয়ে। জানা গেছে, সকাল ৯টার দিকে রূপালী সড়কের পাশের একটি দোকান থেকে মুড়ি কিনতে যায়। ফেরার সময় নেত্রকোনাগামী ব্যাটারিচালিত একটি অটোরিক্সা তাকে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুতগামী কভার্ড ভ্যানের চাপায় আজগর আলী (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বলাইখা এলাকা ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা। নিহত আজগর আলী রংপুর জেলার মিঠাপুর থানার সাতগিরি এলাকার আমির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকার সজীব মিয়ার বাড়িতে বসবাস করে টেইলার্সের ব্যবসা করে আসছিলেন। নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় একটি যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে আমেনা বেগম (৩৫) নামে এক পোশাক কারখানার শ্রমিক নিহত ও হালিমা বেগম (২৬) নামে আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা বেশ কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর করে। এ ঘটনায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাতে বাধ্য হয়।
×