ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেকনাফে ’১৪ সালের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা

প্রকাশিত: ০৪:০৫, ৫ মার্চ ২০১৬

টেকনাফে ’১৪ সালের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ২০১৪ সালের সিলেবাস অনুযায়ী করা সৃজনশীল প্রশ্নপত্র দিয়ে ২০১৬ সালের পরীক্ষা নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, বাণিজ্য বিভাগের হিসাববিজ্ঞান বিষয়ে বৃহস্পতিবার ১১৩ শিক্ষার্থী মধ্যে একটি কক্ষে ২০ শিক্ষার্থী ২০১৪ সালের সিলেবাস অনুযায়ী করা সৃজনশীল প্রশ্নপত্রেই হিসাববিজ্ঞানের পরীক্ষা দিয়েছে। এর মধ্যে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২ ও মলকাবানু উচ্চ বিদ্যালয়ে ৮ পরীক্ষার্থী বর্তমানে হতাশায় রয়েছে। তবে অন্য শিক্ষার্থীরা ২০১৬ সালের সিলেবাস অনুযায়ী করা সৃজনশীল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা দেয়। পরে বিষয়টি জানা জানি হলে ওই কক্ষের দায়িত্বরত শিক্ষক নুরজাহান বেগম কেন্দ্র সচিব শিউলি রানী চৌধুরীকে অবহিত করেন। টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব শিউলী রানী চৌধুরী বলেন, ভুলবশত শুধু একটি কক্ষে ২০১৬ সালের ্রপ্রশ্নপত্রের জায়গায় ২০১৪ সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয়া হয়েছে। এ বিষয়টি শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে সমাধান করা যাবে। কেন্দ্র সচিবের অবহেলায় এ ধরনের ঘটনা ঘটেছে দাবি ও ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আবসার বলেন, এ বিষয়ে শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেয়া হচ্ছে।
×