ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে সেতুর নিচ থেকে বালু উত্তোলন

প্রকাশিত: ০৪:০৫, ৫ মার্চ ২০১৬

ঠাকুরগাঁওয়ে সেতুর নিচ থেকে বালু উত্তোলন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৪ মার্চ ॥ ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন সুপ্রিয় জুট মিলস লিমিটেডের নির্ধারিত স্থানটি মাটি দিয়ে ভরাট করতে শহর সংলগ্ন সেনুয়া নদীর ওপর প্রায় ৩৫ বছরের পুরাতন বেইলি ব্রিজের নিচ থেকে ডেজিং মেশিন দিয়ে অবাধে বালু তোলা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে প্রতিদিন শতশত মানুষের পথচলার একমাত্র অবলম্বন সেনুয়া বেইলী ব্রিজটি। ঠাকুরগাঁও শহরের উত্তরে সেনুয়া নদীর ওপর প্রায় ৩৫ বছর আগে নির্মিত ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তৃপক্ষ ব্রিজের দু’পাশে ‘ঝুঁকিপূর্ণ ব্রিজ’ লিখে সাইবোর্ড লাগিয়ে দিয়েছেন। কিন্তু পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, এবারের পৌর নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী ও সুপ্রিয় গ্রুপের স্বত্বাধিকারী বাবলুর রহমান গত পাঁচদিন থেকে ব্রিজের নিচে ড্রেজিং মেশিন বসিয়ে দিনে রাতে বালু উত্তোলন করছেন। নদীর এ বালু উত্তোলন করে তিনি সুপ্রিয় জুট মিলস লিমিটেডের নির্ধারিত স্থানটি ভরাট করছেন। ফলে ব্রিজটি চরম হুমকির মুখে পড়েছে। যে কোন সময় এটি ভেঙ্গে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বালু ভরাট কাজের দায়িত্বে থাকা রতন সরকার বলেন, প্রতি বর্গফুট বালু তোলার জন্য এক টাকা ২০ পয়সা দেয়া হচ্ছে। ১৫ থেকে ২০ দিনের মধ্যে বালু তোলার কাজ শেষ হবে। সুপ্রিয় জুট মিলস লিমিটেডের স্বত্বাধিকারী বাবলুর রহমান জানান, নদীটি তাদের নিজস্ব জায়গায় পড়েছে। তাই তিনি নিজের জায়গা থেকে এবং জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের অনুমতি নিয়ে বালু উত্তোলন করছেন। ঠাকুরগাঁও পাউবোর নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, তিনি নদী থেকে বালু উত্তোলনের বিষয়ে একদিন পরামর্শ করতে এসেছিলেন। পরবর্তীতে ব্রিজের নিচ থেকে বালু তুলছেন কি না তা তিনি জানেন না। তবে ব্রিজের নিচ থেকে বালু উত্তোলন না করতে বলা হয়েছিল। এখন সেখানে লোক পাঠিয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×