ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

না জানিয়ে জমি বিক্রি করায় দোকানে তালা ॥ পাঁচ লাখ টাকা দাবি

প্রকাশিত: ০৪:০৪, ৫ মার্চ ২০১৬

না জানিয়ে জমি বিক্রি  করায় দোকানে তালা ॥  পাঁচ লাখ টাকা দাবি

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৪ মার্চ ॥ না জানিয়ে জমি বিক্রির অপরাধে নিরীহ সংখ্যালঘু পরিবারের দোকান ঘরে তালা লাগিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে সন্ত্রাসীরা জানিয়েছেন। পরিবারটি ওই সন্ত্রাসীদের ভয়ে আইনী ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে বলে জানা গেছে। এছাড়া পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি-ধমিকি দেয়া হচ্ছে । শুক্রবার ঘটনাস্থল মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের ছাওয়ালী বাজারে গিয়ে জানা গেছে, ওই বাজারের বাসিন্দা জীতু রবি দাস পূর্ব পুরুষের আমল থেকে নগর ছাওয়ালী মৌজার ১৩৪ নম্বর খতিয়ানের ২৬০ দাগের পাঁচ শতাংশ জায়গায় বসবাস করছেন। শারীরিক অসুস্থতার কারণে পাঁচ বছর আগে তার মেয়ের ঘরের নাতি বিপুল রবি দাসের নামে পাঁচ শতাংশ জায়গা লিখে দিয়ে সেখানেই পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছেন। এর মধ্যে দোকান পজিশনে থাকা এক শতাংশ জায়গায় ঘর তুলে পাশের ভাতকুড়া গ্রামের সিরাজুল ইসলাম কাপড়ের দোকান করতেন। গত বছরের ৬ ডিসেম্বর সিরাজুল সেখান থেকে চলে যাওয়ার পর নাতনির বিয়ের কারণে তিন মাস আগে জীতু রবি দাস বিপুলকে কিছু জায়গা বিক্রি করতে বলেন। পরে ডিসেম্বরের প্রথম দিকেই ভাতকুড়া গ্রামের হুমায়ুন কবিরের কাছে দোকান পজিশনের অর্ধেক প্রায় আধা শতাংশ (৯ ফুট বাই ১০ ফুট) জায়গা দুই লাখ টাকায় বিক্রি করেন। এছাড়া হুমায়ুন কবির ঘরের মূল্য হিসেবে সিরাজুলকে এক লাখ টাকা দেন।
×