ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে রিসোর্টে ডাকাতি ॥ আহত ৫

প্রকাশিত: ০৪:০৩, ৫ মার্চ ২০১৬

গাজীপুরে রিসোর্টে ডাকাতি ॥ আহত ৫

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৪ মার্চ ॥ গাজীপুরে এক ইকো রিসোর্টে বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) দুই কর্মকর্তাসহ ৫ জন আহত হয়। ডাকাতরা নগদ টাকা,স্বর্ণালংকার ও মোবাইলফোন লুট করে । পুলিশ ও আহতরা জানায়, গাজীপুর সদর উপজেলার ভবানীপুর পিঙ্গাইল এলাকার রাজেন্দ্র ইকো রিসোর্টে রাতে ১৫/১৭জন বর্ডার (অতিথি) রাত যাপন করছিলেন। কয়েকজন পরদিন শুক্রবার পিকনিক আয়োজন উপলক্ষে অবস্থান করছিলেন। রাত আড়াইটার দিকে ২৫-৩০ জন সশস্ত্র ডাকাত ওই রিসোর্টে হানা দেয়। তারা রিসোর্টের প্রতিটি কক্ষে গিয়ে বর্ডারদের মারধর করে এবং নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। ডাকাতদের হামলায় উত্তরা বিআরটিএ’র কর্মকর্তা আশরাফুজ্জামান তার গাড়িচালক নূরুল ইসলাম গাজীপুর বিআরটিএ’র ইন্সপেক্টর ওয়াজেদ হোসেন ও রির্সোটের স্টাফ ইসমাইল হোসেনসহ ৫জন আহত হয়।
×