ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় গ্যাস গ্রীডে ২৮ মিলিয়ন ঘনফুট সরবরাহ কমে গেছে

প্রকাশিত: ০৪:০৩, ৫ মার্চ ২০১৬

জাতীয় গ্যাস গ্রীডে ২৮ মিলিয়ন ঘনফুট সরবরাহ কমে গেছে

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ তিতাস গ্যাস ক্ষেত্রের ক্রটিপূর্ণ কূপের ওয়ার্কওভার কাজ শুরু হয়েছে। চলতি বছরই এর কাজ শেষ হবে। এ গ্যাস ক্ষেত্রের ৫টি কূপের ওয়ার্কওভার কাজ হবে। এতে খরচ হবে ২শ’ ৩৫ কোটি টাকা। প্রথম দফায় তিতাস ফিল্ডের ১১ নং কূপের ওয়ার্কওভার কাজ চলছে। গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড এ কাজের অর্থ যোগান দিচ্ছে। খবর সংশ্লিষ্ট সূত্রের। সূত্র জানায়, তিতাস গ্যাস ক্ষেত্রের ১, ২, ৫, ১০ ও ১১ নং কূপের ওয়ার্কওভার কাজ হবে। এরই মাঝে ১১ নং কূপের ওয়ার্কওভার কাজ শুরু হওয়ায় কূপের গ্যাস উত্তোলন কাজ বন্ধ করা হয়েছে। তাই জাতীয় গ্যাস গ্রীডে ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। বন্ধের পূর্ব পর্যন্ত এ কূপ থেকে ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হতো। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯০ সালে এ কূপের গ্যাস উত্তোলন কাজ শুরু হয়। এবারই প্রথমবারের মতো ওয়ার্কওভারের কাজ চালানো হচ্ছে। সূত্র জানিয়েছে, তিতাসের এ কূপের সেফটি বাল্ব এর সমস্যা, টিউবিন পরিবর্তন (সাড়ে ৩ ইঞ্চি পাইপ পরিবর্তন করে সাড়ে ৪ ইঞ্চি পাইপ বসানো হচ্ছে)। অন্যদিকে এন্যোলাক্স প্রেসার ছিল তাই ওয়ার্কওভার কজ করতে হচ্ছে। আগামী ৭৫ দিনের মধ্যে এ কাজ শেষ হওয়ার কথা।
×