ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৩ বছরেও শেষ হয়নি ব্রিজের কাজ

প্রকাশিত: ০৩:৫৯, ৫ মার্চ ২০১৬

৩ বছরেও শেষ হয়নি ব্রিজের কাজ

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হামিদপুর এলাকায় শ্রীমতখালী খালের ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ দীর্ঘ তিন বছরেও শেষ হয়নি। এতে নওগাঁ-বান্দাইখাড়া সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। রানীনগর এলজিইডি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ২০১২-১৩ অর্থবছরে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিবি) ও স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) যৌথ অর্থায়নে এই ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ২০১২ সালের নবেম্বর মাসে স্থানীয় এমপি ইসরাফিল আলম ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর পরই ১৫ মিটার দৈর্ঘ্য ব্রিজটির নির্মাণকাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান জাকিয়া বিল্ডার্স ও সিদ্ধার্থ কুমার বিল্ডার্স ব্রিজটি নির্মাণের কাজ পায়। গত বছরের জুলাইয়ে ব্রিজটির দুটি স্প্যান ও ওপরের বেজমেন্ট (পাটাতন) নির্মাণের কাজ শেষ হয়। কিন্তু চলাচল শুরুর আগেই ব্রিজের বেজমেন্টে ফাটল দেখা দেয়। এই অবস্থায় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সংশ্লিষ্ট ঠিকাদারকে বেজমেন্টটিকে আরও শক্তিশালী করার নির্দেশ দেয়। বর্তমানে বেজমেন্ট পুনর্সংস্কারের কাজ চলমান রয়েছে।
×