ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লোকসভার প্রাক্তন স্পীকার পিএ সাংমা পরলোকে

প্রকাশিত: ০৩:৩২, ৫ মার্চ ২০১৬

লোকসভার প্রাক্তন স্পীকার পিএ সাংমা পরলোকে

ভারতের লোকসভার প্রাক্তন স্পীকার পূর্ণ এ্যাজটেক সাংমা (পিএ সাংমা) মারা গেছেন। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লীর বাসভবনে মৃত্যু হয়েছে তার। তার বয়স হয়েছিল ৬৮ বছর। খবর বাসসর। মেঘালয়ের পশ্চিম গারো জেলার চাপাথি গ্রামে তার জন্ম। প্রান্তিক এই গ্রামের ছাপোষা পরিবারের ছেলেটি শৈশবেই উপলব্ধি করেছিলেন যে, শিক্ষাই একমাত্র ঘুরে দাঁড়ানোর পথ। তাই শিলংয়ের সেন্ট এ্যান্টনিজ কলেজ থেকে স্নাতক হয়েই থেমে থাকেননি, আসামের ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর হন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে। এই অসামান্য প্রতিভাবান সাংমা আইন নিয়েও পড়াশোনা করেন। ছাত্রাবস্থায় কংগ্রেসের মতাদর্শে আকৃষ্ট হন। ১৯৭৩ সালে তিনি মেঘালয়ের যুব কংগ্রেস সভাপতি হন। এর পরের বছরেই প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ পান। ১৯৭৭ সালে তিনি তুরা কেন্দ্র থেকে প্রথম লোকসভা সদস্য নির্বাচিত হন। এরপর ওই কেন্দ্র থেকেই বেশ কয়েকবার সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। ১৯৮৮ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন।
×