ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আয়লান কুর্দির মৃত্যুর ঘটনায় দুই সিরীয়র জেল

প্রকাশিত: ০৩:৩২, ৫ মার্চ ২০১৬

আয়লান কুর্দির মৃত্যুর ঘটনায় দুই সিরীয়র জেল

পাচারকারীদের নৌকায় সাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছানোর চেষ্টার সময় তিন বছরের আয়লান কুর্দিসহ পাঁচ জনের মৃত্যুর ঘটনায় দুই সিরীয়কে চার বছর করে কারাদ- দিয়েছে তুরস্কের একটি আদালত। সিরিয়ার নাগরিক মুফাওয়াকা আলাবাশ এবং আসেম আলফর্হাদকে মানবপাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে ‘ইচ্ছাকৃতভাবে অবহেলার মাধ্যমে মৃত্যুর’ অভিযোগ থেকে তাদের মুক্তি দিয়েছে আদালত। খবর বিবিসির। গত বছর সেপ্টেম্বরে তুরস্কের বদরুম শহরের সৈকতে বালির মধ্যে মুখথুবড়ে পড়ে থাকা ছোট্ট আয়লান কুর্দির নিথর দেহের ছবি সারা বিশ্বকে কাঁদিয়েছে। ওই একটি ছবিতেই শরণার্থীদের চরম দুর্দশার কথা প্রকাশ পেয়েছে। বদরুমের আদালতেই আলাবাশ ও আলফর্হাদের বিচার হয়েছে। তিন বছর বয়সী আয়লান তার পাঁচ বছর বয়সী ভাই গালিব, বাবা আব্দুল্লাহ ও মা রিহানের সঙ্গে সমুদ্র পেরিয়ে গ্রিসের কস দ্বীপে পৌঁছানোর চেষ্টা করেছিল। কিন্তু তাদের নৌকা ডুবে গেলে আয়লান, গালিব ও রিহান মারা যায়। বেঁচে যাওয়া বাবা আব্দুল্লাহ বর্তমানে ইরাকে বাস করছেন। এখনও প্রতিদিন শত শত ইউরোপমুখী শরণার্থী তুরস্ক থেকে সমুদ্র পেরিয়ে গ্রিসের বিভিন্ন দ্বীপে প্রবেশ করছে। শরণার্থী সঙ্কট নিয়ন্ত্রণে শুক্রবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে। তুরস্ক থেকে গ্রিসের বিভিন্ন দ্বীপে পৌঁছানো শরণার্থীদের ‘পুনরায় তুরস্কে ফেরত পাঠানোর’ পরিকল্পনার বিষয়ে টাস্ক এরদোয়ানের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। দুই লিপ ইয়ার কন্যা প্রতি চার বছরের মাথায় একবার আসে লিপ ইয়ার বা অধিবর্ষ। বছরের এই বিশেষ দিন ২৯ ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তান এলো যুক্তরাষ্ট্রের মিশিগানের এক দম্পতির। ২৯ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোররাত ৩টা ৬ মিনিটে মিশিগানের ক্লিনটন টাউনশিপে হেনরি ফোর্ড ম্যাকম্ব হাসপাতালে নিজেদের দ্বিতীয় মেয়ে এভেলিন জয়কে পৃথিবীতে স্বাগত জানান শ্যাড ও মেলিসা ক্রফ দম্পতি। চিকিৎসক জানান, নির্ধারিত তারিখের ১০ দিন পর দুই কেজি ৯শ’৮০ গ্রাম ওজনের শিশুটির জন্ম হয় স্বাভাবিক ভাবেই। তার বড় বোন এলিয়ানা এডায়া জন্মগ্রহণ করে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারিতে। Ñওয়েবসাইট ভুয়া নয়, আসল পুরস্কার অস্ট্রেলিয়ার একজন লেখকের কাছে আসা ১ লাখ ৫০ হাজার ডলার মূল্যের সাহিত্য পুরস্কারের ইমেইলটি ভুয়া নয় বরং সত্যি, এটি জানার পর লেখক হেলেন গার্নার (৭৩) রীতিমতো বিস্মিত হয়েছিলেন। তিনি অস্ট্রেলিয়া ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেছিলেন, ‘এসব কী দেখছি আমি? নিশ্চয়ই কেউ আমার পিছনে লেগেছে।’ বিশ্বের দামী সাহিত্য পুরস্কারগুলোর মধ্যে একটি হলো উইন্ডহ্যাম-ক্যাম্পবেল পুরস্কার। Ñবিবিসি
×