ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইএসবিরোধী বাহিনী গঠনে লিবিয়ায় ব্রিটিশ উপদেষ্টা

প্রকাশিত: ০৩:৩১, ৫ মার্চ ২০১৬

আইএসবিরোধী বাহিনী গঠনে লিবিয়ায় ব্রিটিশ উপদেষ্টা

জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) লিবীয় শাখার সঙ্গে লড়তে একটি সামরিক বাহিনী গঠনে দেশটিতে ব্রিটেন বিচক্ষণতার সঙ্গে সামরিক উপদেষ্টা মোতায়েন করেছে। সানডে টেলিগ্রাফকে একথা জানানো হয়েছে। ব্রিটেনের এই বিশেষ বাহিনীর কমান্ডররা বলেছেন, লিবিয়ার মিসরাতা শহরে জিহাদীদের অগ্রগতি রুখতে তারা তাদের মার্কিন সহকারীদের পাশাপাশি কাজ করবেন। খবর টেলিগ্রাফের। ওয়াশিংটন, লন্ডন, ও ইউরোপীয় রাজধানীগুলো লিবিয়াকে ঐক্যমতের সরকার গঠনের জন্য চাপ দিয়ে আসছে। এদিকে মার্কিন সামরিক কর্মকর্তারা স্থানীয় নির্বাচিত মিলিশিয়াদের ‘কৌশলগত প্রশিক্ষণ দান’ শুরু করেছে। মার্কিন কর্মকর্তারা, কংগ্রেস সহযোগী ও লিবিয়ায় অবস্থান করা সূত্রগুলো এ তথ্য প্রকাশ করেছে। তবে লিবিয়ায় স্থল সৈন্য মোতায়েন করা হবে কিনা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ব্রিটিশ সরকার। লিবিয়ার সাবেক নেতা কর্নেল গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে পাঁচ বছর আগের সশস্ত্র অভ্যুত্থানকে অত্যুৎসাহী সমর্থন দিয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তবে পশ্চিমা কর্মকর্তারা বলেছেন, ছোট একটি অভিযানে অংশ নিয়েছিল অল্প সংখ্যক ব্রিটিশ সৈন্য। মিসরাতা শহরের সূত্রগুলো নিশ্চিত করেছে যে, তারা সেখানে পর্দার অন্তরালেই ছিলেন। লিবিয়ার গৃহযুদ্ধ অবসানে একটি রাজনৈতিক সমাধান খুঁজতে পশ্চিমারা প্রকাশ্যে প্রচেষ্টা চালিয়েছে যে, দেশটির প্রতিদ্বন্দ্বী শাখাগুলো একক জাতীয় সরকারের কাঠামোর মাধ্যমে একত্রিত হবে। কিন্তু নতুন জাতীয় সার্বভৌম নেতৃত্ব জারি করতে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পক্ষগুলোর চরমন্থী সদস্যদের বিবাদের কারণে আলোচনা স্থবির হয়ে পড়ে। তাই আইএসকে মোকাবেলা করতে পশ্চিমা শক্তিগুলো একটি টেকসই সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে।
×