ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘তিনি প্রার্থী হলে ঐতিহাসিক ভরাডুবি ঘটবে’

ট্রাম্পকে তুলাধোনা ॥ ডেট্রয়েট বিতর্ক

প্রকাশিত: ০৩:২৯, ৫ মার্চ ২০১৬

ট্রাম্পকে তুলাধোনা ॥ ডেট্রয়েট বিতর্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বৃহস্পতিবার ডেট্রয়েট বিতর্কে দলীয় প্রতিদ্বন্দ্বীদের আক্রমণ জোরদার করেছেন। দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তিনি এগিয়ে আছেন। ১২টির মধ্যে ৭টি অঙ্গরাজ্যে জয় পাওয়ার পর দলের সিনিয়র নেতারা তার এগিয়ে যাওয়া আটকাতে ঐক্যবদ্ধ হয়েছেন। ডেট্রয়েটে বৃহস্পতিবারের বিতর্কে তারা ট্রাম্পের দীর্ঘ ব্যবসায়িক জীবনের ব্যর্থতা, ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে গভীর সম্পর্ক এবং অন্যকে আক্রমণ করে কথা বলার উদাহরণগুলো তুলে আনেন। তারা সতর্ক করে দিয়ে বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট প্রার্থী হলে নবেম্বরের নির্বাচনে দলের ঐতিহাসিক ভরাডুবি ঘটবে। এর আগে মঙ্গলবার ১২ অঙ্গরাজ্যে সুপার টুয়েসডে প্রাইমারিতে রিপাবলিকান দলে এগিয়ে যান ট্রাম্প। এরপর বুধবার ফ্লোরিডায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে ততটা আক্রমণাত্মক মনে হয়নি। দলীয় অন্য নেতাদের প্রতি তার মনোভাব ছিল অনেকটা শুভেচ্ছামূলক। ট্রাম্প এদিন বলেন, তিনি দলকে আরও সম্প্রসারিত করেছেন। কিন্তু বৃহস্পতিবার ডেট্রয়েট বিতর্কে ট্রাম্প স্বরূপে ফিরে আসেন। দলীয় প্রতিদ্বন্দ্বীদের প্রতি তিনি অশ্লীল ইঙ্গিত করে আক্রমণ চালান। রুবিও তাকে একজন অবিশ্বস্ত ও অসভ্য মানুষ বলে আখ্যায়িত করেন। অন্যদিকে ক্রুজ বলেন, ট্রাম্প ২০০৮ সালে হিলারি ক্লিনটনসহ অন্যান্য ডেমোক্র্যাট নেতাকে আর্থিক অনুদান দিয়ে সহায়তা করেছিলেন। রুবিও সম্প্রতি বলেছিলেন যে, দেহের অন্যান্য অংশের তুলনায় ট্রাম্পের ‘হাতগুলো ছোট’। ট্রাম্প ইতোমধ্যে অশ্লীল ভাষা ব্যবহার ও আক্রমণ করার জন্য খ্যাতি অর্জন করেছেন। তিনি রুবিওর কথাগুলো লুফে নিয়ে বলেন, ছোট হাত নিয়ে কোন সমস্যা নেই। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। তিনি বলেন, এগুলো ছোট হয়ে থাকলে অন্য জিনিসও (জননেন্দ্রিয়) ছোট হতো। আপনাদের আমি গ্যারান্টি দিচ্ছি যে এ নিয়ে কোন সমস্যা নেই। রুবিও অভিযোগ করেন যে, ট্রাম্প বহু সমস্যার দরজা খুলে দিয়েছেন। ট্রাম্পকে ভোট দিয়ে মনোনীত না করার জন্য ক্রুজ ও রুবিও দলীয় ভোটারদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। বৃহস্পতিবারের বিতর্কে রুবিও ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, দলীয় প্রাইমারি ও ককাসে দুই-তৃতীয়াংশ ভোটার আপনার বিরুদ্ধে ভোট দিয়েছে। এর কারণ কি ? কারণ হলো দল আর লিঙ্কন বা রিগানের মতো রক্ষণশীলতার যুগে ফিরে যেতে চায় না। মনোনয়ন প্রতিযোগিতায় ট্রাম্প অনেক এগিয়ে গেছেন। কিন্তু তাকে নিয়ে দলে বাড়ছে উৎকণ্ঠা। কারণ তিনি প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হলে দলের এতদিনের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। যদিও সব মনোনয়ন প্রত্যাশীই ইঙ্গিত দিয়ে রেখেছেন যে, ট্রাম্প প্রার্থী নির্বাচিত হলে তারা তাকে সমর্থন দেবেন। ট্রাম্প যেভাবে কথাবার্তা বলছেন ও বিতর্ক উস্কে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযানে তার নজির নেই। এ রকম বাগাড়ম্বর ও ব্যক্তিগত আক্রমণ পাল্টা আক্রমণ করে বিতর্ক আগে হয়নি। রুবিও ও ক্যাসিক দুজনই মনোনয়ন পাওয়ার জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছেন। বৃহস্পতিবারের বিতর্কে তারা দুজনই বলেছেন, মনোনয়ন প্রত্যাশী সবাই দলীয় নীতি ও চলতি ইস্যু নিয়ে কথা বলবেন, এটি তারা আশা করেন। এক্ষেত্রে ব্যক্তিগত নোংরা কাদা ছোড়াছুড়ি কাম্য নয়। এদিকে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার কাছে যেই রিপাবলিকান প্রার্থী মিট রমনি পরাজিত হয়েছিলেন এ পর্যন্ত ট্রাম্পের সবচেয়ে কঠিন সমালোচনাটি এসেছে তার কাছ থেকেই। তিনি বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে একেবারে অনুপযুক্ত ব্যক্তি। বৃহস্পতিবার সকালে উটাহ ইউনিভার্সিটিতে বক্তৃতার সময় তিনি এই মন্তব্য করেন। Ñনিউইয়র্ক টাইমস ও এএফপি
×