ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহিলা ফুটবলে আনসারের জয়

প্রকাশিত: ০৬:০২, ৪ মার্চ ২০১৬

মহিলা ফুটবলে আনসারের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ‘কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ’-এর চূড়ান্ত পর্বের খেলায় বড় জয় পেয়েছে আনসার ভিডিপি। বৃহস্পতিবার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে তারা ১২-০ গোলে হারায় খুলনা জেলাকে। বিজয়ী দলের অম্রাচিং মারমা ও মুনমুন আক্তার হ্যাটট্রিকসহ করেন ৫ গোল করে। এছাড়া ১টি করে গোল করেনÑ মাইনু মারমা ও মুঘনি। একই ভেন্যুতে অনুষ্ঠিত অপর ম্যাচে (‘বি’ গ্রুপ) টাঙ্গাইল জেলা ৬-১ গোলে হারায় সাতক্ষীরা জেলাকে। বিজয়ী দলের কৃষ্ণা রাণী হ্যাটট্রিকসহ করেন চার গোল। ১টি করে গোল করেনÑ বিপাশা ও মিথিলা। বিজিত দলের একমাত্র গোলটি করেন নার্গিস। ফাইনালে জুভেন্টাস স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান কাপের ফাইনালে মুখোমুখি হবে এসি মিলান ও জুভেন্টাস। বুধবার রাতে আসরের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে জুভেন্টাস টাইব্রেকারে ৫-৩ গোলে পরাজিত করে ইন্টার মিলানকে। অথচ নির্ধারিত সময়ে ইন্টার ৩-০ গোলে হারায় জুভেন্টাসকে। কিন্তু প্রথম লেগে আবার জুভেন্টাস জয় পেয়েছিল ৩-০ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ৩-৩ গোলে সমতা বিরাজ করে। আর ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে শেষ হাসি হাসে জুভরা। ঘরের মাঠ সানসিরোতে জুভিদের আতিথেয়তা জানায় ইন্টার। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে দারুণ জয় পায় রবার্টো ম্যানচিনির শিষ্যরা। দলের হয়ে জোড়া গোল করেন মার্সেলো ব্রোজোভিচ (১৬ ও ৮২ মিনিটে)। আর একটি গোল করেন ইভান পিরেসিক।
×