ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আচরণবিধি লঙ্ঘন- সাকিবকে সতর্ক

প্রকাশিত: ০৬:০১, ৪ মার্চ ২০১৬

আচরণবিধি লঙ্ঘন- সাকিবকে সতর্ক

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচে ¯œায়ুচাপটা বেশিই ছিল। সেই ¯œায়ুচাপেই আইসিসির খেলোয়াড়বিধি লঙ্ঘন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইনিংসের ১৮তম ওভারে মোহাম্মদ আমিরের বলে স্কুপ করতে গিয়ে নিজের বিপদ ডেকে এনে বোল্ড হয়ে যান সাকিব। এরপর রীতিমতো মেজাজই হারিয়ে ফেলেন। ব্যাট ঘুরিয়ে স্টাম্পে আঘাত করেন। আর এটি মাঠে খেলোয়াড়সুলভ আচরণের পরিপন্থী। সে কারণেই সাজঘরে ফেরার আগে নিজের ভুলটা বুঝতে পেরে আম্পায়ারের কাছে ক্ষমা প্রার্থনা করে এসেছিলেন সাকিব। এরপরও তাকে ম্যাচ রেফারি জেফ ক্রো’র সামনে জবাবদিহির জন্য হাজির হতে হয়েছে। সেখানে নিজের দোষ স্বীকারও করেছেন সাকিব। আনুষ্ঠানিক শুনানির তাই আর প্রয়োজন পড়েনি। এ সময় তাকে সতর্ক করে দেয়া হয়েছে। সাকিব যখন আউট হয়ে সাজঘরে ফেরেন, তখন ম্যাচের ভাগ্যটা ছিল দোদুল্যমান পরিস্থিতিতে। জিততে পারত যে কেউ। সেই মুহূর্তে আউট হয়ে যাওয়াতেই মেজাজ হারিয়ে অপরাধটা করেছিলেন সাকিব। আইসিসির বিধান অনুসারে এটি লেভেল-১ পরিপন্থী। আইসিসির ২.১.৮ ধারা অনুসারে প্রয়োজনীয় ক্রিকেট সামগ্রী, পোশাক, মাঠের সামগ্রী ইত্যাদির কোন ক্ষতিসাধন করা দ-নীয়। আইসিসি আচরণবিধি লঙ্ঘনের আইন অনুযায়ী এ ধরনের অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তিটাই পেয়েছেন সাকিব; সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি’র ৫০ ভাগ জরিমানা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
×